তুমি আসবে আমার বাসায়
অপেক্ষা করছি। অনেকক্ষন ধরে।
দরজা খুলে রেখেছি। সিটকিনি, হ্যান্ডেল লক
স ব খোলা। তুমি আসবে।
নীচে কোলাপসিবল গেইট খোলা।
তোমাকে বেল বাজাতে হবে না।
তুমি আসলেই বুঝবে-
স বকিছু তোমার জন্য অপেক্ষমান।
এত দেরী হচ্ছে কেন?
ফুলগুলো শুকিয়ে ম্লান হয়ে যাচ্ছে,
আমার সাজবাহার হয়েছে ফিকে,
তোমার জন্য বানানো নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে।
কিছু খাবার মাইক্রোওভেনে দিলেও
টাটকার মতো হয় না, কিছু হয়।
তুমি এলে আমি এক মুহুর্ত সময়
নষ্ট করতে চাই না।
ঘরের স বকিছু করেছি পরিস্কার।
ধুয়ে, মুছে ঝকঝকে, তকতকে
কোথাও কিছু এলোমেলো নেই
স বকাজ সেরে রেখেছি।
কোনদিকে যাতে মনোযোগ
না দিতে হয় এমনভাবে গুছিয়েছি।
তুমি এলে না, এলো অন্য কেউ
কোথা দিয়ে এসে, আমায় নিয়ে গেলো!
তুমি এলে পাবে আমায়, হ্যাঁ পাবে
আমার নিথর, নিস্প্রান দেহ,
অপেক্ষার আকাংখায় থাকা
সজীব মন সেতো তোমারই।
আমার শরীর থেকে পৃথক করে
তোমার সাথে আমার মিলনকে
ব্যর্থ করে দিতে পারে হয়তো
কিন্তু জেনো, আমি তোমারি অপেক্ষায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।