শান্ত তুমি আমার হৃদয়ের ফুল, আধার ঘরে কুপি। তুমি আমার সকাল-দুপুর, তুমি শত রুপী। ইচ্ছে হলেই সুভাস ছড়াও, ইচ্ছে হলেই আলো। ইচ্ছে হলেই হারিয়ে যাও, আকাশের রং আজ কালো। তুমি আমার সুখ আজ তুমিই বেদনা, তুমি ছাড়া হয়না আমার কবিতা রচনা। ক্ষণিকের অতিথি তুমি, এসেছো আমার পানে। হাত দুখানি ছুয়েগেলে, নীরব অভিমানে। চলে যদি যেতেই হবে, এসেছিলে কেন? শুকনো এই বাগানে তুমি, ফুল ফোটালে কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।