আমাদের কথা খুঁজে নিন

   

বকুল ফুল, বকুল ফুল...

ঘাস ভেবে ভুল হলো কাছে গিয়ে দেখি ঘাসফুল অন্ধকার মুঠো করে সন্ধ্যা আলোয় দেখি ঝরঝরে চারটে বকুল যা কিছু হারাই তার সবই থাকে পথে পথও হারিয়েছি আমি তার সাথে সাথে এখন নিদাঘ চোখ মরিচীকা দেখে আঙ্গুল বালিতে ঢেউয়ের কথা লেখে রমনীয় চোরাবালি, রমনীর কায়াপথ মাত্রাধিক বিপদসংকুল- জোড়াটিলা ঘুরে এসে উপত্যকার শেষ প্রান্তে নাভীমূলে ভ্রমরের হুল। তারপরই ঘাস ভেবে ভুল হলো; কাছে গিয়ে দেখি ঘাসফুল! দু’হাত-আঙ্গুল নেড়ে খুব ধীরে ধীরে- পাঁপড়ি ছড়াই বসে এক-এক করে; “পেতে চাই তোকে”-বলে রাত্রের জরায়ুতে পুঁতে দিই সভ্যতার মূল তারার আলোয় দেখি পাশ ফিরে শুয়ে আছে- দোমড়ানো সন্ধ্যা বকুল।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।