কবিতা আমি লিখিনি কখনো, তবু মাঝে মাঝে মনের কথা বা ব্যথা গুলো লিখে রাখতে ইচ্ছা করে।তাই আর কি।
আমি যদি মানুষ না হয়ে
বকুল গাছে ফুল হয়ে ফুটতাম!
পূর্ণ বিকশিত হয়ে একদিন টুপ করে ঝরে পরতাম ভূমিতে,
নিঃসঙ্গতার বেদনায় কিছুক্ষণ সেখানেই কাটতো-
কখনোবা মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই পরে থাকতাম
সবার দৃষ্টির অলখে।
কখনোবা প্রেমিক মনের মাধুরীতে মিশে
স্মৃতির মালিকা কুসুম হয়ে
নিজকে শীর্ণ করে
সমস্ত সত্তার শক্তি উজার করে
স্মৃতির মন্দিরে ধূপ হয়ে গন্ধ ছড়াতাম।
কখনোবা ছোট্ট ছেলের কাছ কিনে নেয়া মালিকার মধ্যে নিজেকে আবিষ্কার করতাম কোন কলেজ ফেরতা মেয়ের হাতে পেঁচানো অবস্থায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।