"অতি অপরিচিত " তোমার সাথে আমার প্রথম দেখা বকুল ফুল তুলতে গিয়ে । বকুল তলায় গিয়ে দেখি লাল ফিতা মাথায় বেঁধে বেণী দুলিয়ে দুলিয়ে একটা মেয়ে বকুল ফুল তুলছে । আমার রাগ হচ্ছিল ভীষণ । সবার আগে গিয়ে সবগুলো ফুল কুড়িয়ে আনব বলে ভেবেছিলাম । কিন্তু তুমি সব নষ্ট করে দিলে ।
আমি মালা গাঁথব কি করে ?
তারপর থেকে আমি তোমাকে একদম দেখতে পারতাম না । আমি মন খারাপ করে ফুল না কুড়িয়েই চলে এসেছিলাম । তুমি এতটুকু বয়সেই কিভাবে কিভাবে যেন বুঝতে পেরেছিলে ।
তারপর আমি আর ফুল তুলতে যাই নি । বকুলফুলও আমি পছন্দ করতাম না ।
দুইদিন পর তোমার সাথে আমার আবার দেখা হয়ে গিয়েছিল । তোমার হাতের বকুলফুলের মালাটা আমায় দিয়ে বড় বড় চোখ করে বলেছিলে , এটা তোমার জন্য । তারপর ছুটে চলে গিয়েছিলে ।
এর দুইদিনের মাথায় আমরা চলে আসি আরেক জেলায় । আমার কাছে বকুলফুলের মালাটা অনেকদিন ছিল ।
আমি মাঝে মাঝেই বকুল ফুলের ঘ্রাণ নিতাম । ঠিক তখনই বড় বড় দুই চোখের লাল ফিতা মাথায় দেওয়া সেই তুমি চোখের সামনে ভেসে উঠতে ।
জান সেই মালাটা হারিয়ে গেছে , কিন্তু সেই ঘ্রাণটা আজও মাঝে মাঝে পাই । আজও দেখতে পাই , লাল ফিতা মাথায় দিয়ে বড় বড় চোখে তুমি তাকিয়ে আছ । তোমার জন্য একটা বিশাল বকুল ফুলের মালা এবার বানাতে দেব ।
সময় করে এসে নিয়ে যেও , কেমন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।