আমাদের কথা খুঁজে নিন

   

বকুল হাসে

অভাগা যেদিকে চায়...!

হেমন্তের বিকেলে অন্তরের জানালায় রোজ আসা হয় আমা্‌র, দুচোখে অশ্রু ঝরে, দেখে বন্ধ দুয়ার, শিমুলের পাতা ঝরার কষ্ট অবেলায়। গোধুলীর সব আভা শেষ নিকশ কালো অন্ধকারে দৃষ্টি অনিমেশ ছেয়ে আসা মেঘমালায় নিস্তব্ধ আকাশ বন্ধ খিরকীর শব্দ, আকন্ঠ শোকের বেশ নীরব মনের তৃষ্ণা তখন পীড়া দেয়। ধরনীর বুকে ঘুরে ফিরে একী কথা আগন্তুক পাখিদের মনে একী ব্যথা নীলাভ বনের ঝিঁ ঝিঁ র গানে শোক গাঁথা, প্রেমাতুর গহীন কোণে একী রুদ্ধশ্বাস। খোলেনা বন্ধ দুয়ার প্রাণের সাথী ভোলেনা কষ্টগুলো, হয়ে সমব্যথী অভিমানে, অহংবোধে, তবু ভালবাসে, বোঝেনা কী সুর এই বেহালায়, এখনো হৃদয় বীণায় বকুল হাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।