সকালে ঘুম ভাংতেই মোবাইলে দেখি মেসেজ পড়ে আছে......খুলে দেখি লেখা " call me back -- urgent"..... ঘুম চোখে কল ব্যাক করতেই বস বলছে কি খবর.... বললাম জরুরী কি কাজ কল ব্যাক করতে বলেছ যে..... বলল ডিউটিতে কখন আসছ? তুমি কোথায়? বললাম ঘুমাইতেছি..... অফ ডে' র দিন খোজা খুজি কেন? বলল অফিসে কেউ নাই.... সামসুল একা সামলাতে পারছে না ....... বললাম ঠিক আছে আমি আসছি একটু পর........
অফিসে ঢুকে দেখি পুরাই সুনসান...... কারো কোনো সাড়াশব্দ নাই...... যাই হোক ৫ মিনিট ধরে খুজে পেতে বের করলাম কে কোথায় আছে......
সকালের এ্যারাইভ্যাল রেডি হয়ে গেছে......... সমস্যার মধ্যে ৪ টা ব্যাক টু ব্যাক রূম....... সামসুল কে বললাম তুমি ডিলাক্স সাইড দেখ আমি সুপিরিওর সাইড দেখছি.........
সাড়ে ১২টার মাঝে রূম রেডি করে দিয়ে অফিসে এসে বস কে বললাম তোমার রূম রেডি ...... আমি চলে যাচ্ছি.......
রূমে এসে হালকা একটা ঘুম দিয়ে মনে হল অনেক দিন জগিং করি না.... যাই একটু দৌড়া দৌড়ি করে আসি........
এক মনে একা একা দৌড়াচ্ছি........ হটাৎ করে নাকে বাড়ি দেয় অনেক পরিচিত একটা গন্ধ......প্রথমে মনে পড়ে নি গন্ধটা কিসের...... একটু স্মৃতি হাতড়াতেই মনে পড়লো বকুল ফুল........
এক ঝটকায় যেন এক যুগের বেশী পেছনে চলে গেলাম..........মডেল কলেজের বকুল তলা.......চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে সাংস্কৃতিক সপ্তাহের দিন গুলি......... বন্ধুদের সাথে হাসি ঠাট্টা....... হাউস গুলির মধ্যেকার প্রতিযোগীতা......... আরও একটু পেছনে যেয়ে আমি আর আমার আমার পৃথিবীর সেই সারি সারি বকুল গাছের পাশ দিয়ে হেটে যাওয়া ( এটা মডেল কলেজে না....... যে জায়গায় বড় হয়েছি ).......
ঝলক কাটতেই আবার সেই বাস্তবতায়....... অনেক খানি দৌড়েছি আজকে...... ঘাম ঝড়ছে অঝরে........
চোখ দিয়ে নিতান্ত অবহেলায় বকুল গাছ গুলিকে পাশে ঠেলে দিয়ে আবার বর্তমানের পথে চলে আসলাম........ চলে আসলাম বলাটা মনে হয় খুব একটা ঠিক হবে না....... বলা যায় চোখ কান বুঝে পালায় আসলাম......
( ছবি গুলি নেট থেকে নেওয়া )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।