কিছু কথা বা কবিতা! আজ নিদ্রাহীন রাত-ভোর! ভর সন্ধায় প্রিয়তম বন্ধুদের পাল্লায় এক কাপ মাত্র চা-ফি ! কি তীব্র প্রতিক্রিয়া! পেটের জ্বালায় মাথা ঘুরে উঠে হাহাকার হৃদয় জুড়ে আর দীর্ঘশ্বাস, হা পিত্যেশ! ফুসফুসে শরীরটা ইদানীং বেশিই স্পর্শকাতর! তবে, ইন্দ্রিয়ের বোধ শূন্যতা নিরন্তর একদম অন্যরকম কোন লিখা নাটক, সিনেমা, বা গান আগুন জ্বালিয়ে দিত মনে! অনুভূতিরা মরে যায় না, যায় শীতনিদ্রায়, নিখাদ বন্ধুরা যেমন জাগিয়ে তুলে! জেগে উঠে শিল্পের ছোঁয়ায়। অথবা কোন মাধবীলতা, হৃদয় ছুঁয়ে যেত! সবকিছু ভেঙ্গে চুরে, আবার নতুন করে . . . . . অঙ্গ-প্রত্যঙ্গ মনন পেয়ে যেত যা সে খুঁজে ফেরে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।