আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা, হতে পারে প্রেম কিংবা বাক্যের কারুহেম

স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। (উৎসর্গঃ আমার প্রিয় ব্লগার ও কবি শহিদুল ইসলাম ভাইয়া-কে, যার প্রতিটি কবিতা ও গদ্য আমার মন ও মস্তিষ্কে বাসা বেঁধেছে ও প্রতিটি শব্দচয়ন কবিতার রূপ পালটে দিয়েছে। ) আমি কবি নই। বিশ্বাস করো, আমি কবিতা লিখিনা। দিনের পর দিন শূন্য খাতা পড়ে থাকে অসহায়, সেখানে দৃশ্যত হয় দুর্বোধ্য আঁকিবুকি ও বিচিত্র নকশা।

প্রতিদ্বন্দ্বীতা করে প্রাচীন হায়রোগ্লিফিক। প্রতিনিয়ত আউড়ে যাই এনাটমির কঠিন শব্দ, হঠাৎ গোল বাধায় একটি-দুটি পরিচিত অক্ষরের বিন্যাস। বিশ্বাস করো, সেটি কোন কবিতা নয়, হয়তো ছেঁড়া কোন কবিতার পরিত্যক্ত বর্ণসকল। কিভাবে তাড়িয়ে দিই এই আশ্রিত বর্ণগুলোকে অসহায়? থাকুক, গড়ে তুলুক নিজে নিজেই বাক্যের সুরম্য প্রাসাদ। বিশ্বাস করো, এটি হতে পারেনা পূর্ণাঙ্গ কবিতা কখনোই, হতে পারে প্রেম, কিংবা গ্রাম্যবধুর ঠাসবুননে গড়া বাক্যের কারুহেম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.