অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে পৌষের বেলা শেষ হবে এক্ষুণি বাতাসের গায়ে রঙ করা ধুপছায়া গোধুলির গান এখনো থামেনি ঝুলছে এখনো একটু মেঘমায়া চলনা এখন একটু হেঁটে আসি দু’জনে মিলে একটুখানি উদাসী গোধুলির রঙ আসছে হয়ে ফিকে সন্ধ্যা নামছে দেখ চারিদিকে বলতো কোথায় জারুল বনের কাছে হাজার প্রজাপতি ফুটে আছে কোনটা ধরব লালচে নাকি হলদে কিছু তো বল ফুরিয়ে আসছে সন্ধ্যে হয়নি এমন অনেক কিছুই বলা অনেক কথাই রয়ে গেল অজানা দু’জনের কাছে দু’জনেই অধরা তবু আজ কী এসে যায় দু’জনেই জানি দু’জনে আজ একা নেই আজ আর কিছু হারাবার ভয় নিয়ম ভাঙার নিয়ম সে তো নয় ইচ্ছে হলেই হয়তো আবার দেখা তবু পৌষের বেলা শেষ হবে তক্ষুণি বাতাসের গায়ে রঙ করা ধুপছায়া গোধুলির গান থামবেনা তক্ষুণি ঝুলবে তখনো একটু মেঘমায়া হবেনা তখনো একটু হেঁটে আসা দু’জনে মিলে একটুখানি বসা গোধুলির রঙ আসবে হয়ে ফিকে সন্ধ্যা নামবে দেখো চারিদিকে বলবেনা তুমি কোথায় জারুল বনে হাজার প্রজাপতি মাতবে গানে কোনটা ধরব লালচে নাকি হলদে বলবে না তুমি ফুরিয়ে আসবে সন্ধ্যে হবেনা তখনো অনেক কিছুই বলা অনেক কথাই রয়ে যাবে অজানা দু’জনের কাছে দু’জনেই অধরা দু’জনে আবার রয়ে যাবে ঠিক একা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।