আমাদের কথা খুঁজে নিন

   

একাকীত্বের গান

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....

দিগন্তজুড়ে অপারশূন্যতা ধূ-ধূ । উদভ্রান্ত বাতাসে ভাসে বেলাশেষের দীর্ঘশ্বাস । আত্মমগ্ন আকাশ ঝুঁকে আছে একলা বয়ে চলা নদীটির ছলছল চোখে - তার অসীম একাকীত্বের প্রতিচ্ছবিখানা দেখবে বলে । একটি পাখি ক্লান্ত ডানা মেলে ফিরতে চাইছে একান্ত আশ্রয়ে - যদিওবা একা । আর একটুপরেই বিলুপ্ত আলোর বিপরীতে- প্রগাঢ়তম অন্ধকার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা একাকী বৃক্ষের অনেক উপরে - দূরতম আকাশে জ্বলে উঠবেএকটিমাত্র তারা - সমগ্র চরাচরে - একাকী । ছায়াপথজুড়ে কোটি কোটি তারকাপুঞ্জ -অনন্ত নক্ষত্রবীথি- অনুদ্ভাসিত রয়ে যাবে - অলৌকিক ইংগিতে । একলা একটি তারা গভীরতর একাকীত্বের বেদনায় উজ্জ্বলতম জেগে থাকবে। যেমন তুমি - আমি কিংবা আমরা অনন্ত স্রোতধারার অমোঘ অবিচ্ছেদ্য অনুসংগ হয়েও জেগে থাকি - বিচ্ছিন্ন এবং একা। ***************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।