[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
[রং=#উঅ70উ6]বড় কষ্ট- একাকীত্ব;
ইচ্ছের আড়ালে মন হতে চায় পথভ্রষ্ট।
অনিন্দ্য সুন্দর বৃষ্টি ভেজা
এ দিন টাই তাই পুরোটা নষ্ট।
সুন্দর ভেজা নিসর্গ র ূপ
মনে ধরে অস্পষ্ট,
একাকীত্বের দূরন্ত প্রতাপ
যে এখন ভীষণ স্পষ্ট।
একাকীত্বের বদ্ধ দেয়ালে
কবিতা খুঁজতে মন ব্যস্ত;
কবিতা লিখতেই কেবল
সে যেন কিছুটা সিদ্ধহস্ত।
নষ্ট পথ হাতছানি দিযে ডাকে
মেঘ বাদলে নিত্য।
কবিতার আড়ালে উদিত স্বপ্ন
হতে দেয়না নিজেকে ভ্রান্ত।
তবুও একাকীত্বের দৌড়াত্ম
ছায়া ফেলে মনে ঘন কালো রঙে
তাই আজ এত কষ্ট।
তারপরে স্বীকার্য কবিতার
বেশীটুকু এই একাকীত্বেরই সৃষ্ট।
ভ্রান্ত পথ হতে ফেরার জন্য
মাধুর্যহীন ছন্মময় এ
সান্তনাটুকুই হয়তো যথেষ্ট।
11/11/2001[/রং]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।