Bringing about gentle and painless death from incurable Death. ১/
আকাশে কী নিদারুণভাবে ঝুলে আছে অদ্ভূত সুন্দর রঙধনু! আহা কী চমৎকার তার রঙ, শোভা। তবুও কী অসহায়ভাবে ঝুলে থাকে পড়ন্ত আকাশে! গোটা কয়েক বৃষ্টি বিলাসী কবি, রঙের ধারা প্রবাহিত করে কবিতার খাতায়, কবিতায় তার প্রিয়তমাকে সাজিয়ে দ্যায় সাত রঙ্গে! আপাদমস্তক জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে বেনীআসহকলা'র ব্যবহার। কবিতার শোভাবৃদ্ধি হলো, প্রিয়তমা পেলো শোভা আর রঙধনু ব্যবহারের সামগ্রী হয়ে থেকে গ্যালো অথবা ব্যবহারের পর একলাটিই পড়ে রইল দিগন্তের একপাশে!
রঙধনুর একাকীত্ব দেখে আকাশও কী কাঁদে? তাই কী এই বৃষ্টি, আবার রামধনুর স্বরুপ প্রকাশ করে অন্য কোন কবির খাতায়? অতো বুঝি না, তারপরও একাকীত্বের সঙ্গি বিষণ্নতর সময়! বেদনার বিষ গলায় হার হয়ে ঝুলে থাকে অই দূর আকাশে!
২/
অলিখিত তন্দ্রায় কেটে যায় যদি হারানো দিনগুলো, অবিবেচক আমি। ক্লান্তিতে প্রাপ্তি ভুলে যদি অস্পষ্ট সন্ধ্যায় মহুয়ার বনে একাকি আপন মনে বিরহের সুর তুলি, আর হাওরে থাকা বালিহাঁসগুলো যদি উড়ে চলে যায় তবে নিশ্চিত জানি এই বিরহ কেবলই আমার জন্য! ঘাঁই মেরে যাওয়া মাছেরা আভিসম্পাত করে যায় কেবলই এই বিরহকে, আলুথালু ভালোবাসার দিগ্বিদিক নেই! কেবলই অস্পষ্টতার মায়াজালে দুঃখের কোরাসের নতুন কোন বাদ্যযন্ত্রের বাদ্য বিশেষ!
৩/
আমি চলে যাবো, সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাবো, আমাকে বিদায় দে হে প্রিয়তমা। তোর চোখে কামনার কী সুতীব্র লালসা আমি চোখ ফেরাতে পারি না আবার তোর জন্য হাটখোলা দরজার ব্যবস্থাও করতে পারিনা! কী নিদারুন যন্ত্রণা সে তুই বুঝবি না।
তোকে ভালোবাসি এর চেয়ে সত্য কিছু নেই! আবার ততোটুকুই তোকে ঘৃণা করি যতোটুকু না করলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়! তুই জানিস আমি অন্ধকারের ডুবে থাকি, সে আমার নিয়ন্তা। আমার বিষাদ গাথা, আমার প্রেম এবং কামের একান্ত সঙ্গি। তার মধ্যে ডুবে যাই আবার বেঁচে উঠি। তুই আমার জন্য অপেক্ষা করিস না। তুই চলে যা।
আমি নীর্ঘুম রাতগুলো পাড় করে দিতে পারব, একাকি। তুই চলে যা !
৪/
দিগন্তের শেষবিন্দুতে রেখাচিত্রের আনুভূমিক মাত্রায় যখন দেখি পেরিফেরিকের সুমিষ্ট জলের ধারা, আমার ঝাপিয়ে পড়াই স্বভাবিক; অথচ আমি নিষ্পলক তাকিয়ে আছি জলের ধারায়! গতানুগতিক ভালোবাসার নিয়ম না মেনে আমার বিশেষ কেউ হওয়ার বাসনায় নির্জলা মদে ডুবে আছি...
৫/
বিষণ্ন আলোয় মায়াবিনীর চোখে বিষের ছুরি, কাকতালে হয়তো হাসির ঝিলিক! বর্ষার কাতরতায় অঝোর কেঁদে যায়, আগুনের লেলিহান শিখা যেমন পোড়ায় শব!
অ.ট. বিভিন্ন সময়ে বিভিন্ন পোষ্টে কমেন্ট করা ।
ছবি সূত্র- গুগল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।