আমাদের কথা খুঁজে নিন

   

একাকীত্বের চতুর্দশপদী

সংঘাতহীন পৃথিবীর প্রত্যাশায় ..........।

রাতের ঐ রাজপথের মত নি:সঙ্গ জীবনের বোঝাটা বয়ে বেড়াই আমি, হৃদয় নামের বেদনাহত বিহঙ্গ, তার কথা ভেবে কাটায় দিবসযামী। হৃদয়ের সড়কে ভাবনার মিছিলে, বাস্তবতার অবিরাম গুলিবর্ষণ, অবাধ্য হৃদয় থাকে বাল্মীকির ছলে, তপস্যা তার একবার প্রিয়াদর্শন। তুমি ভুলে গেছো সেই দিনান্তের দেখা, নয়নে নয়নে হত অবিরত কথা, বিনিময় হত দুটি মনের উষ্ণতা। হারিয়ে তোমাকে আমি দ্বীপসম একা, ভেঙ্গে গেছে দেহ আর মনের সখ্যতা, স্মৃতিরা হৃদয়ে জ্বালে রাবণের চিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।