আমাদের কথা খুঁজে নিন

   

অবরুদ্ধ

http://www.facebook.com/reyad.parvez.3 জানালাটা খুলে দিতেই আকাশটা হুড়মুড় করে ডুকে পড়ল. শান্ত,স্বচ্ছ,একরাশ নীল. বাতাসও ডুকল খানিকটা- বাতাসে করডাইটের গন্ধ- কিছু মানুষের চিত্‍কার শুনলাম. আজ হরতাল. দলামোচড়া পান্জাবীটা গায়ে দিয়ে বের হলাম. পায়ের সামনে গড়িয়ে গেল জলন্ত টায়ার- যেন গড়িয়ে গেল বাংলাদেশ. রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড- বাতাসের করডাইটের গন্ধ এখনো মিলায়নি. ওটা কি মানুষ? বেওয়ারিশের মত ওখানে পড়ে আছে কেন? রক্তাক্ত- সারাগায়ে ক্ষত. কেউ এগিয়ে যায় না. বাস ট্রাকগুলো ভেঙ্গে চুরে যায়. রিকশাআলারা পেটের দায়ে বের হয়. তান্ডবে বাধাপ্রাপ্ত নবজাতকের কান্না. সব অমানুষ. হরতালে অবরুদ্ধ বিবেক মুক্তির গল্প শোনায়. রাত হতেই জানালা খুলে দেই- একদলা জোছনা যেন বিছনায় এলিয়ে পড়ে- পুরোপুরি অন্ধকার ঘর- একদলা জোছনা আজ আমার বিছানায়- ইচ্ছা করে জোছনা জড়িয়ে ঘুমাই. বাংলাদেশ,তোমায় কতদিন জড়িয়ে ধরিনা. মন খারাপ হলেই ঘুমিয়ে যাই- আমার আর কিছুই ভাল লাগে না. অবরুদ্ধ ২৩.০৪.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।