আমাদের কথা খুঁজে নিন

   

অবরুদ্ধ মুক্তি

নিজেরেই ভালা কইরা চিনি না

সংজ্ঞাহারা জাতি মুক্তি কি বোঝে না । ক্রমাগত জয় মানুষের রক্তে এনেছে দুর্দাম রক্তমাদকতা । শুধু অধিকার হয়েছে হাত বদল এক পিশাচের থেকে অন্য পিশাচের কাছে । পিশাচ চিনতে আমরা ভুল করেছি । সময় এবং অবস্থান আমাদের দুই বাহুতে ঝুলিয়ে পিশাচের প্রতিদ্বন্দ্বী অন্য পিশাচ আমাদের মগজে ঢুকিয়েছে জাতিভেদের উন্মেষ ।

আর, আমাদের ঘটে নি মানবতাবোধের চূড়ান্ত বিপ্লব । মেকি জাতীয়তা, মেকি রক্ত আর সাজানো গৌরবে আমরা হয়েছি অর্থহীন জাতীয়তাবাদী । অসহিষ্ণু রক্ত শান্ত হতে চেয়ে লেলিহান প্রজ্বলনে বার বার অসহিষ্ণু । অগ্নির স্ফুলিঙ্গ হতে শিখার ফুলকি হাত হতে পায়ে ফোসকা ধরিয়ে ব্যথায় আদায় করে নিচ্ছে স্বীকারোক্তি : জন্ম যেখানে ব্যর্থক মিছে জন্মের গৌরব । ওরা আগন্তুক ছিল ।

বলেছিল, রক্তের অর্জনে জন্ম । ভূমিখণ্ড ছিনিয়ে এনে করেছিল অনন্য ভূমিখণ্ডের প্রত্যয় । সব স্বপ্ন হয়ে গেছে বাস্তবের ক্লান্তি । দেহধারী সব আত্মা হয়েছে অসাড়-- আবার । তা হলে আমরা ফিরে যাব সে অতীতে হানাদারদের প্রতিরোধে হানাদার হতে ।

সামনের দিনগুলিতে অতীত এবং ভবিষ্যৎ অন্য এক হয়ে মিশে যাবে । মুক্তি তো মেলে নি সাধারণের । শাসক-শাসনে হয়েছে রদবদল । সব মিলে এক কথা-- মানুষকে তার অসহায়ত্বের সুযোগে লালবাতি জ্বেলে দিয়ে ইঙ্গিত করা : উন্নয়ন হচ্ছে তোমাদের । তাই ও পথ আপাতত বন্ধ ।

নেকড়ে বাঘেরা শিকারের খোঁজে হরিণ শিকার করবে-- করবে । আমরা কখনও মায়াবী চোখের হরিণ-হরিণী হয়ে থাকছি না । আমাদের মুক্তি অবরোধ করে রেখেছি আমরাই । মাংসপ্রলুব্ধ নেকড়ে বাঘদের এবার আমরা তৃণভোজী করব । তাই এবার আমরা সবাই নেকড়ে বাঘ হব ।

দেখা যাবে তবে আমাদের মুক্তি অবরুদ্ধ আর ক দিন থাকবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।