আল্লাহ্ দেখে ইবাদ কর নয়তো হবেনা শোন
তায়তো আমি আল্লাহ্ খুজিতে সপিলাম কালা মনো।
কালামন আর কালাপাথর বিশাল বিধিয়া গায়
এমন মনে আল্লাহ্ খোজাকি মোর দেহে শোভা পাই।
নিরাকার আল্লাহ্ কেউ বলে অসিম জগত ভুমিয়া আছে
দিবা নিশি আমি তার’ই খোজে রূপকাষ্টের গাছে।
দিক-দিগন্ত পাহাড় পর্বত কুল কিনারা নাই
আল্লাহ্ ভোমিতে মানুষ ভোজেছি দিগন্তে এসেগো তায়।
নিরেট গাধা একেবারে সাদা, সিধেমন সাথে লয়ে
বহিয়া চলেছি কতটা বছর শরীর গিয়েছে খয়ে।
চন্দ্র সূর্য এই আসে যায় অবারিত চলে আলো
কোথায় গেলে আল্লাহ্ সানে কথা শুনিবো ভালো।
আল্লাহ্ আল্লাহ্ দেয়না জেল্লা রুক্ষ যদি থাকে মন
এইতো আল্লাহ্ কেউ বলে কাছে কোথাসে আপন জন।
আল্লাহ্ খুজিলাম মসজিদ মন্দীর গীর্জা প্যাগোডায় গিয়া
আল্লাহ আছে অতি নিকটে একথা বলিলো প্রিয়া।
প্রিয়ার চাহনী একবারও পাওনী কেমনে দেখিবে বল
ধরাতলে ডুবে চল্লিশে পাবে সেই পথেতে চলো।
এত কাছে তবু আছে মোর প্রভু দিগন্ত জোড়া পথ
তার দেখা পেয়ে শুদ্ধ হয়েছে অনেকে দিয়েছে মত।
এতটা কাছে দূরে খুজিলাম, কতটা বোকা আমি
অবশেষে নিজে তারে'ই খুজে বুঝিলাম সে স্বামী।
# ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।