আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতার প্রতি...



তুমি বলেছ আল-কোরআনে ঈদ মানে আনন্দ, হয়ত ঠিকই তাই। তবু এই আজব দেশে হরহামেশা কি হয় ওগো দয়াময় তোমার ভাবারও কি অবকাশ নাই? এই এখানে উচুতলাতে বসবাস করে যারা ঈদ তাদের জন্যে নিয়ে আসে হর্ষ আমরা নিত্য অভাবী অনাহারী ধনবানেরা মত্ত, নিয়ে চর্ব-লেহ্য-পেয়-চোষ্য। তারিপাশে ফুটপাতে বস্তিতে বিধাতা তোমার সৃষ্টি কিভাবে থাকে সংযম রাখে- অন্ধ তুিম প্রভূ! যায়না তোমার দৃষ্টি! শপিংমল আর বিপণি বিতানে মাছবাজারের ভিড়- ক্ষুধাতুর শিশু পায়না আহার ফুটপাতে অর্থ ভিক্ষা ভিখারী মা-বাবার, তুমি থাক বসে ভদ্রলোকেদের নীড়। সংযম সেও শিক্ষা তোমার প্রভূ টাকাওয়ালারা দিনান্তে যে ইফতার করে দেখে মনে হয় অভূক্ত, খায়নাই কতকাল ধরে। আর তোমার গরীব বান্দারা রাস্তায় থাকে উপবাসী সেহরী ইফতার বিহীন রোজা তাদের তাই কি তুমি অখুশি? গনমাধ্যমে জিকির উঠেছে ইফতারের ফিরিস্তি কোনখানে ভাল কাবাব, কোথা পরোটা হালিম হায় বিধাতা! গরীবের সাথে কি তামাশা, কাবাব হালিম দূরে থাক নাই বিষ কেনার পয়সা! নিত্যপণ্যের মূল্য আকাশ ছুয়েছে গরীবের নাভিশ্বাস সংযমী দোকানিরা সব পড়েছে টুপি সরকারের কর্তাবাবুরা ডুব মেরেছে চুপি মগের মুল্লুকে আমাদের বাস।

মন্ত্রীবাবুরা ইফতার করে পাচতারার মার্বেল ঘরে জনগণের সকল শ্রেণী-পেশার মানুষের সাথে, জনগণ কোথা মানুষরুপী হায়েনা সব টাকা জমিয়ে, গায়ে কোট চড়িয়ে যারা উঠেছে জাতে। বিকাচ্ছে মানুষ অঢেল টাকা পোশাকের বাহারি নামে রিকসাওয়ালা দু’টাকা পায়না বেশি পায়ে মাথার ঘামে। যত্র তত্র মন্ত্রমুগ্ধ সব ক্যাটরিনা, পল মাজাকলি পথের এতিম ছিন্নমূলের বস্ত্রে শততালি। বিদূৎহীন প্রদীপের আলোয় বাবার নিত্য কোরআন পড়া মা-বোনের নিত্য কর্মব্যস্ততায় গরমে গুমওে মরা বাড়িতে আধার অথচ মার্কেটে বাহারি আলোক সজ্জা! অন্ধ বিধাতা এসব দেখে তোমার কি জাগেনা লজ্জা? ওগো মহামহিম হয়ত তুমি দেখতে পাওনা ভাল রাস্তা-বাজারে হাজারে হাজারে, স্বল্পবসনা রসনা নারীতে ঝলমল। পোশাক তাদের যাই হোক স্বচ্ছ বা খাটো শরীরী ঢঙ তাতে ঢের- কোথায় যাবে তাতে তোমার সংযম, ভেঙে ঘের।

এইখানে জামা ওইখানে জুতা এমনি কলরবে ধনীর দুলালেরা সওদা করে গাড়ী চড়ে সবে। অথচ খোদা কোথায় তুমি বসে- বাস্তুহারা শিশু ঈদের জামার বায়না ধরে অসহায় মা-বাবার প্রহার নিয়ে পিঠের পরে কেদে কেদে ঘুমিয়ে পড়েছে শেষে। অসহায় মানুষ ডাকেনা তোমায় তাই হয়ত অভিমান লাজে, তোমায় যে পাওয়া দায়,ূূ তুমি লুকিয়েছ ধনীর প্রাসাদ মাঝে! তবু হায় আমরা বেআক্কেলের দল- বোকারাম আমজনতা আশায় বাধি বুক অসহায়ের তুমি শেষ সহায় হবে হে দয়াময় এই ভেবে হই উৎসুক! জা.বি. ৩১.০৮.২০১০।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।