আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতার বিধান।

লেখিতে এবং পড়িতে ভালবাসি।

দিনে দিনে বয়স যায় কমে চির সত্য মৃত্যু কাছে টানে। তবু মত্ত মানুষ লালসার ঘ্রাণে জীবনের খোঁজে জীবনকে না চিনে। ছুটে মোহে লোভে কারণে অকারণে বিধাতার বিধান ভুলে ক্ষণে ক্ষণে। (২) ভুলে যায় ঠিকানা মাটির কবর আসবে হিসেবের দিন কঠিন হাসর।

তবু মানুষ অবুঝ স্বার্থের ভূবনে ধর্ম, বর্ণ তুচ্ছ কেউনা মানে। ছুটে মোহে লোভে কারণে অকারণে বিধাতার বিধান ভুলে ক্ষণে ক্ষণে। (২) সৃষ্টি করে কে পাঠিয়ে দুনিয়ায় আহার নিদ্রা কে দিয়েছে তোমায়। সব বোঝে শুধু মানেনা জীবনে হিংসা বিদ্বেষ প্রতি মানুষের মনে। ছুটে মোহে লোভে কারণে অকারণে বিধাতার বিধান ভুলে ক্ষণে ক্ষণে।

(২)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।