।
প্রিয় বিধাতা,
চিঠি লেখার গঠনতন্ত্র অনুযায়ী শুরুতেই তোমার কুশলাদি জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু তার ধার ধারলাম না কারন তোমার ভালো বা খারাপ থাকার কোনো প্রশ্নই উঠেনা। তাই সোজা আসল প্রসঙ্গে চলে আসলাম। তোমার হয়ত মনে আছে এইচ.এস.সি. পরীক্ষার সময় আমি ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছিলাম।
যদিও আমার মাতামহ এ জন্য বৃষ্টিকে দায়ী করেছিলেন, আদতে এর কারন ছিল এক মানবী! যার সাথে আমার দেখা পরীক্ষার হলে। দেখে এমনই প্রেমে পড়লাম যে সোজা জ্বর উঠে গেল! অবশ্য এ ধরণের 'জ্বর' উঠার পূর্ব অভিজ্ঞতা থাকার কারনে আমি ট্যাকল করার চেষ্টা করেছিলাম। কিন্তু পারি নাই! যখন শুনলাম সেই মানবীর বয়ফ্রেন্ড আছে, তখন আমার জ্বর সোজা টাইফয়েডে ট্রান্সফার হয়ে গেল। তারপরও তো আমি থামি নাই হে বিধাতা! মানবীর পিছে লেগেই ছিলাম। 'হইলেও হইতে পারে ব্রেক-আপ' কথাটা মনে রেখে আটার মত পিছে লেগে থাকতাম।
হে বিধাতা! জহরুল নামের তোমার এক ঈমানদার বান্দার বাড়ীর কাঁচ ভাঙ্গার জন্য আমাকে দোষারুপ করো না! তখন আমি মাতাল ছিলাম। ভদকা ফ্লেবারটা ডেঞ্জারাস্। খেলে কেন জানি তোমার সব সৃষ্টি, সৃষ্টদের সৃষ্টি সবকিছুর প্রতিই নফরতের নহর সৃষ্টি হয় আমার বুকের ভিতরে। ক্ষমা করো হে বিধাতা! তুমি তো জানই আমি কোনোদিন হয়ত মদ খেতাম না, যদি না এর আগে গাঁজা খেতাম! গাঁজা খেয়ে সাহস বাড়ায় না মদে হাত দিয়েছি। আর গাঁজাও খেতাম না, যদি না সিগারেট খাওয়া শিখতাম।
আর সিগারেট ধরেছি তো ঐ মানবীর জন্যে!
তোমার মনে আছে? ঐ যে মানবীর ব্যাপারে বিস্তারিত জানার জন্য মামার বাড়িতে গিয়েছিলাম। মামাতো ভাইকে বলেছিলাম তোমাদের এলাকার এক মানবী আমার হৃদয় হরণ করেছে। মানবীর নাম বলার পর মামাতো ভাই বত্রিশ দাঁত বের করে বলেছিল ঐ মানবী সম্পর্কে আমার ফুপু! অতএব তোমার খালা!
আহা! কি কষ্টই না পেয়েছিলাম সেদিন! মামার বাড়ীতে কম যাওয়ার ফলে কত কিছুই না ঘটে যায় আমার অগোচরে। সেদিনই আমি প্রথম সিগারেট ধরিয়েছি। তাই কাঁচ ভাঙ্গার জন্য তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে পারো না।
সব তোমারই দোষ! যদি পৃথিবীতে এত সুন্দর নারী সৃষ্টি করারই ছিল, তাহলে কেন আমার খালা বানিয়ে পাঠালে?? কেনই বা তুমি আমার সাথে যুদ্ধ ঘোষণা করে বসলে?? তাও আমার জন্মের আগে, এক মানবীর জন্মের আগে।
তাও পারতাম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাঁধা নেই। আপন খালা তো আর না! কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে? কোনো দিনই সম্ভব না। আর সমাজের পিতা হচ্ছে ধর্ম।
তাই আমি সিগারেট খাই, মদ খাই, গাঁজা খাই। আর তোমার নিরীহ বান্দাদের বাড়ীতে পাথর ছুড়ি, গালিগালাজ করি। কারো বাড়ীর কাঁচ, কারো গাড়ীর কাঁচ। এর বেশী কিছু করতে পারি না হে বিধাতা! কারন আমার মাতাল বন্ধুরা আমার ত্রি-সীমানার ভিতরে কোনো ধরণের সরঞ্জাম রাখে না। যা দিয়ে তোমার ঈমানদার বান্দাদের আরো বেশী বিরক্ত করতে পারি!
পরিশেষে তোমাকে একটি কথাই বলতে চাই, তুমি যে পাপেই আমাকে পাপী বানাতে চাও।
সেই পাপের দায়ভার আমি ফেলে দেব তোমার কাঁধে! শুধু দূর থেকে ভালোবেসে যাওয়া এক মানবীর কাঁধে! অতএব আমাকে ভদকা খেতে দাও! নিয়ম-নীতি রেখে দাও ঈমানদার বান্দাদের তরে।
ইতি
রাহি
একজন মাতাল বান্দা।
-------- --------- ------
লেখাটা প্রথমে লিখেছিলাম কনফেশন পেইজে। অনেকেই বিধাতার কাছে 'শক্তি' চেয়েছেন যাতে তারা আমাকে কতল করতে পারেন। যাইহোক কারো ধর্মানুভুতিতে আঘাত লাগলে আমি দুঃখিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।