লেখিতে এবং পড়িতে ভালবাসি।
বিধাতার ডাক।
=========
যেতে হবে বন্ধু সব ফেলে
পূর্ব পুরুষ সবাইতো গেছে চলে।
বাড়ি-গাড়ি, ধন, সম্পদ যা ছিলো
সাদা কাফন নিয়ে সব রেখে গেলো।
বন্ধু ভাবো একবার চোখ বুঝে ভাবো
মিথ্যা ছেড়ে সত্য ন্যায়ের পথে চলো।
জীবনের পথ ছোট, অতি ছোট
দেখো পিছন ফিরে চেয়ে দেখো।
কি করেছো তার জন্য যে পাঠালো
যে মাটিতে তুমি সেখানেই আসতে হলো।
বন্ধু ভাবো নিজের কর্ম নিয়ে ভাবো
মিথ্যা ছেড়ে সত্য ন্যায়ের পথে চলো।
যার যার ধর্মে করো কর্ম
বিভেদ নয়, নয় অপকর্ম।
মানুষ তুমি, সম্প্রীতি, সাম্য রেখো চলো
জন্ম থেকেই জেনো মৃর্ত্যু কাছে এলো।
বন্ধু ভাবো আসল সঞ্চয় নিয়ে ভাবো
মিথ্যা ছেড়ে সত্য ন্যায়ের পথে চলো।
নোট: কোন সংগীত ব্যক্তি যদি গান করতে চান প্লিজ যোগাযোগ করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।