আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতার বিধান

রোজ সকালে সূর্য বলে আলো নেবে ভাই? আমার কাছে আলো আছে কত তোমার চাই? আমি বললাম, দাও তবে ভাই একটু আশার আলো। সূর্য বলে, দিতে পারি আলো নিতে পার যদি একটু আধার কালো। আমি বললাম এ কেমন কথা? তুমি তো ভাই আলো তোমায় নিলে তবে কেন বল নিতে হবে আধার কালো? সূর্য বলে কেন মিছে কালোকে তুচ্ছ বল? কালো আছে বলেই তো আমায় বাস এত ভালো। রঙ রুপের ডালি সাজিয়ে সূর্য ডেকে বলে শোন আমায় নিলে এই ধরনীতে স্বর্গ পাবে জেনো। আমি বললাম দাও তবে ভাই একটু স্বর্গ সুখ সূর্য বলে, দিতে পারি সুখ নিতে পার যদি একটু কষ্ট দুখ। আমি বললাম, একেমন কথা তুমিতো ভাই সুখ তোমায় নিলে নিতে হবে কেন কষ্ট ব্যাথা দুখ সূর্য বলে কেন মিছে দুঃখকে রাখ দুরে দুঃখ ছাড়া সুখের বাশিঁ বাজেনাতো সুরে। এমন সময় জীবন এসে দুয়ারে নাড়ে কড়া আমাকে নাও দেখবে ভুবন হাসি আনন্দে ভরা আমি বললাম তবে সেই ভাল নতুন জীবন দাও জীবনে আলে আমার সাথে মৃত্যুকেও নাও আমি বললাম এ কেমন কথা ভয়েতে কাঁপে গা আমি চাই শুধু জীবনী শক্তি মৃত্যুকে চাইনা জীবন বলে মৃদু হেসে পালাবে তুমি কোথায়? না চাইলেও মৃত্যু ঠিকই খুজে নেবে তোমায় এইতো বিধাতার বিধান যাকে মেনে নিতে হয়। যার শুরু আছে তার শেষ হবে নিয়মতো এটায়। কবি ও লেখিকা : ঝরাপাতা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।