আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতার বিধান

বিধাতার বিধান - যাযাবর জীবন কি যে এলো এক দিনকাল টাকার মূল্যে ভালোবাসা নাকি বিকোয় আজকাল নর কিংবা নারী প্রেমের ক্ষেত্রে দেখে অপর পক্ষের পকেট কতটা ভারী হায় কি যে পড়েছে এক দিনকাল প্রেমের মূল্য ধার্য হয় কাগজের টাকাতে আজকাল অমর প্রেম পড়েছি যত না কাব্য কথায় সেসব প্রেমের অনুভবগুলো কোথা গেল আজ হায়! কি যে হলো আজকের দিনকাল প্রেমের মূল্যে নাকি দেহ বিকোয় আজকাল নর কিংবা নারী পিছিয়ে নেই কেও কাওকে ছাড়ি বিয়ের আগেই শারীরিক ভালোবাসাবাসি যেন একে অপরকে ভাল করে পরখ করি প্রেমের মূল্যের যোগ্যতা আজকাল রমণে একটু এদিক ওদিক তো দুজনে দুদিক পুরনো প্রেমের কথা কে রাখে আজ স্মরণে? ভাবি না আজকাল একবার হায় সুখ কেনা যায় না কাগজের টাকায় করি না পরকালের একবার ভয় দেহ সুখ পেলেই আজকাল যেন হয় টাকার মূল্যে আজ ভালোবাসা বিকোয় রমণের সুখে যেন প্রেম গভীর হয় কি দেখি চারিদিকে আজকাল হায় কি যে এলো এ যুগের দিনকাল। টাকারে দেবতা মেনে যে প্রেমের শুভ সূচনা এ দেবতা বড়ই আনচান কখনো ভাবি না আজকে পকেট ভারী তো কালকে খালি আজকের রাজা সে কালকের প্রজা ওপর ওয়ালার খেলা বোঝা দায় বোকা নার নারী বোঝে না কি হায়! শারীরিক ভালোবাসাবাসির সমাপ্তি হবে একদিন সত্যিকারের প্রেম রয়ে যাবে হৃদয়ে চিরদিন দেহ বুড়িয়ে যাবে কালের স্রোতে শুধুই মনটা রয়ে যাবে হৃদয়ে গেঁথে প্রাণ পাখি উড়ে যাবে, দেহ পড়ে রবে শূন্য মাকান বোঝে না বোকা নর নারী, এটাই বিধাতার বিধান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।