আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমার নাম: প্রায়শ্চিত্ত

সকল অন্ধকারের হোক অবসান

এটনমেন্ট (২০০৭) প্রায়শ্চিত্তই এ ছবির মূল বক্তব্য। ১৩ বছরের এক কিশোরীর অকপট ও ভয়ঙ্কর একটি মিথ্যা স্বাক্ষ্য পাল্টে দেয় এক জোড়া নরনারীর জীবন। কিশোরীর নাম ব্রিয়নি। সে ছোটো বেলা থেকেই লেখালেখি করে। রবি নামের এক ছেলে তাদের বাড়িতে আশ্রিত।

আর সিসিলিয়া হলো ব্রিয়নির বড় বোন। ব্রিয়নি ভাবে রবি কামুক চরিত্রের। সে বোন সিসিলিয়াকে উত্তক্ত করছে। কিন্তু ব্রিয়নির এই ধারণা ভুল। ভুল ধারণার কারণ সবসময়ই ব্রিয়নি অর্ধেক সত্যকে দেখেছে।

পুরো সত্যি হলো রবি ও সিসিলিয়া এক অপরকে ভালোবাসে। ত্রিশ দশকের অবস্থাসম্পন্ন ইংলিশ পরিবারে একদিন কয়েকজন অতিথি আসে। সেদিন রাতেই ডিনারের পর ব্রিয়নির এক দূর সম্পর্কের বোন ধর্ষিত হয়। অপরাধী বেড়াতে আসা অতিথিদের একজন। কিন্তু ব্রিয়নি তা আঁচ করার পরও দোষ চাপায় রবির ঘাড়ে।

রবিকে জেলে বন্দী করা হয়। সেখান থেকে তাকে বাধ্য করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিতে। যা রবি ও সিসিলিয়াকে আলাদা করে দেয়। শেষ বয়সে সে কাহিনীই ব্রিয়নি লিখে ওঠে। যেখানে দেখানো হয় ব্রিয়নি তার বোন ও রবির কাছে দোষ স্বীকার করেছে।

কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে নি ব্রিয়নির। ক্ষমা সে চাইতে পারে নি তার বোন আর রবির কাছে। ক্ষমা চাওয়ার বাসনা পূরণ হয় তার কাগজের লেখাতেই, বাস্তবে নয়। ওদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে সিসিলিয়া আর রবি মারা যায় ভিন্ন ভিন্ন জায়গায়। ছবিতে দেখা যায় বৃদ্ধ ব্রিয়নি এমন সাক্ষাৎকারই দিচ্ছেন তার উপন্যাস ‘এটনমেন্ট’ সম্পর্কে।

এভাবেই শেষ হয় চমৎকার বুনোটের এ ছবিটি। ইয়ান ম্যাক-ইউয়ান রচিত উপন্যাস ‘এটনমেন্ট’কে নির্ভর করেই জো রাইট ছবিটি পরিচালনা করেন। এতে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, কিরা নাইটলি, সায়র্স রনান প্রমুখ। ছবিটি আশিতম একাডেমি এ্যাওয়ার্ডে বেস্ট অরিজিনাল ক্যাটাগরিতে পুরষ্কার ছাড়াও বেস্ট পিকচার ও বেস্ট রাইটিং ক্যাটাগরিসহ ছয়টি বিভাগে মনোনীত হয়। (ক্যানভাস মে, ২০০৮ সংখ্যায় প্রকাশিত)


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.