আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমার লেখকরা



সিনেমার চরিত্ররা তো অনেক কিছুই করে, বহু পেশার বহু মানূষকে নিয়ে মুভি হয়েছে। গত কয়েকদিনের মধ্যে দুটো মুভি দেখলাম, দুটো মুভিতে মিল হলো, দুটোতেই দুজন লেখক আছেন এবং দুটোতেই তারা অন্যান্যদেরকে বেশ প্রভাবিত করেন । এই দুটো মুভি নিয়ে আজকের পোস্ট। Nims Island (2008) এডভাঞ্চারাস এবং কমেডি ধাচের এই মুভিতে প্রধান চরিত্র নিম নামের এক ছোট্ট মেয়ে। নিম তার বাবার সাথে নির্জন এক দ্বীপে একাকী এবং গোপনে বাস করে।

মূলত তার বাবার গবেষনার স্বার্থেই এ জায়গায় থাকা। নিমের সময় কাটে তার পোষা ভোদর, সি গাল এবং গিরগিটিকে নিয়ে, আর আছে গল্পের বই। তার গল্পের নায়ক এলেক্স রোভার। এলেক্সের সকল এডভেঞ্চার যেনো তার আশে পাশেই ঘটে যায়। একদিন বাবার মেইল ঘাটতে গিয়ে এলেক্স রোভারের পাঠানো ইমেইল পেয়ে যায় সে, রোমাঞ্চিত হয় এবং যোগাযোগ করে।

অথচ অপর পাশে এলেক্স রোভার একজন পুরুষ নন, বরং মহিলা যে অহেতুক বিপদের ভয়ে বাসা থেকেই বের হয় না। জুডি ফস্টার অভিনিত চরিত্রটি বেশ আনন্দদায়ক। এলেক্সের সাথে যোগাযোগ এবং সাহায্যের জন্য নিম দুর্গম আগ্নেয়গিরিতে যায়, বিপদে পড়ে, এবং এলেক্স কে সাহায্যের আবেদন পাঠায়, উপায় না দেখে সারা দিতে হয় লেখিকাকে, ঘটতে থাকে মজার সব ঘটনা। নিমের চরিত্রটি অসাধারন এবং তার অভিনয় পুরো মুভিকে উপোভোগ্য করে তুলেছে। Stranger than fiction (২০০৬) মার্ক ফ্রস্টার এ পরিচালনায় স্ট্রেঞ্জার দ্যান ফিকশন ফ্যান্টাসি টাইপের মুভি।

চিন্তা করুন তো, একজন লেখক তার মাস্টার পিস উপন্যাস লিখছে যার শেষে নায়ক মারা যাবে, এবং ঘটনাক্রমে আপনি তার নায়ক। লেখক যাই টাইপ করছে তাই ঘটছে, তার মানে যখনই সে আপনাকে 'ডেড' লিখবে তখনই আপনি শেষ! - কেমন হবে? ঠিক তাই ঘটছে এই মুভিতে, কাহিনীর মূল চরিত্র ক্রিক নামের এক ট্যাক্স অফিসার যার জীবনটা পুরোটাই সংখ্যা ভিত্তিক,সে গুনে গুনে দাত ব্রাশ করে, স্টেপ গুনে অফিসে যায়, সকল কাজ তার ঘড়ি অনুযায়ী হিসেবে ঘটে, কিন্তু একদিন তার ঘড়ি পাল্টে দেয় সব কিছু। পরিচয় হয় এক সুন্দরী মেয়ের সাথে, প্রেমে পড়ে যায় অথচ এদিকে গায়েবী কন্ঠের মাধ্যমে সে জেনে যায় তার তার মৃত্যুর কথা, আর তাই লিটারেচারের প্রফেসর ডাস্টিন হফম্যানের সাথে যোগাযোগ। শেষ পর্যন্ত লেখকের দেখা পায় ক্রিক এবং নিজের জীবন এই মাস্টারপিস উপন্যাসের জন্য স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। খুব মজার মুভি, দেখে ভালো লাগবে আশঅ করা যায়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.