সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল
এটা কি একটা দেশ
নাকি হিন্দী সিনেমা?
পিলখানায় খুনের তান্ডব
কিন্তু কোন বিচার মেলেনা;
এটা কি একটা দেশ
নাকি হিন্দী সিনেমা?
নেতারাই শত্র“ দেশের
গিনিপিগ আম-জনতা;
এটা কি একটা দেশ
নাকি হিন্দী সিনেমা?
নির্বাচনের আগের ওয়াদা
ক্ষমতায় এসে মনে থাকেনা;
এটা কি একটা দেশ
নাকি হিন্দী সিনেমা?
এদল সেদলে কাঁদা ছোড়াছুড়ি
শিষ্টাচার একদম মানা;
এটা কি একটা দেশ
নাকি হিন্দী সিনেমা?
মন্ত্রীরা সব মিথ্যার ব্যাপারী
আঁচল তলে সবার ঠিকানা;
সবাই সবই জানে,
তবুও কেউ মুখ খোলেনা!
বুঝিনা কেন
আমরা এতোই বেহায়া?
এটা কি একটা দেশ
নাকি হিন্দী সিনেমা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।