আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । ১. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, রাছূল (সাঃ) বলিয়াছেন, লোকদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কেহ যদি আল্লাহতায়ালাকে অসন্তুষ্ট করে , আল্লাহতায়ালা তাহার প্রতি অসন্তুষ্ট হন । আল্লাহতায়ালাকে অসন্তুষ্ট করিয়া যাহাদেরকে সে সন্তুষ্ট করিয়াছিল তাহারাও অসন্তুষ্ট হয় । পক্ষান্তরে যে ব্যাক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহতায়ালা তাহার প্রতি সন্তুষ্ট হন এবং আল্লাহতালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যাহাদেরকে অসন্তুষ্ট করা হইয়াছিলো তাহাদেরও আল্লাহাতায়ালা সন্তুষ্ট করেন । সেই সব অসন্তুষ্ট লোকের দৃষ্টিতে আল্লাহতায়ালা তাহাকে উত্তম করেন, সেই ব্যাক্তির কথা ও কাজকে তাহাদের দৃষ্টিতে শোভণীয় করেন । (তিরমিযী) ২. হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলিয়াছেন, আল্লাহতায়ালা তোমাদের আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না । তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন । (মুসলিম) সূরা আরাফে আল্লাহতায়ালা বলেন, একমাত্র আল্লাহ তায়ালারই ইবাদত কর এবং তাহাকেই ডাক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।