আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহকে স্বচক্ষে দেখার যিদ ও তার পরিনতি

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

'বিসমিল্লাহির রহমানির রহিম' মুসা (আঃ) তুর পাহাড়ে তওরাৎ প্রাপ্ত হয়ে বনু ইস্রাইলের কাছে ফিরে এসে তা পেশ করলেন এবং বললেন যে, এটা আল্লাহর প্রদত্ত কিতাব। তোমরা এর অনুসরন কর। তখন কিছু সংখ্যক উদ্ধত লোক বলে উঠলো, যদি আল্লাহ স্বয়ং বলে দেন যে, এটি তাঁর প্রদত্ত কিতাব তাহলেই কেবল আমরা বিশ্বাস করব , নইলে নয়। হতে পারে তুমি সেখানে চল্লিশ দিন বসে বসে এটা নিজে লিখে এনেছো।

তখন মুসা(আঃ) আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে তাঁর সাথে তুর পাহাড়ে যেতে বললেন। বনু ইস্রাইলরা তাদের মধ্য থেকে সত্তর জনকে বাছাই করে মনোনীত করে মুসা (আঃ) এর সাথে তুর পাহাড়ে প্রেরণ করলেন। সেখানে পৌছে তারা আল্লাহর বানী স্বকর্ণে শুনতে পেল। এর পরেও তারা সন্তষ্ট হতে পারল না। শয়তানী ধোঁকায় পড়ে নুতন এক অজুহাত তুলে বলল, এগুলো আল্লাহর কথা না অন্য কারু কথা , আমরা বুঝবো কিভাবে? অতএব যতক্ষন না আমরা তাঁকে সশরীরে প্রকাশ্যে আমাদের সম্মুখে না দেখব, ততক্ষন আমরা বিশ্বাস করবো না যে, এসব আল্লাহর বানী।

কিন্তু যেহেতু এ পার্থিব জগতে চর্মচক্ষুতে আল্লাহকে দেখার ক্ষমতা করুর নেই , তাই তাদের এ চরম ধৃষ্টতার জবাবে আসমান থেকে ভীষন নীনাদ নাযিল হ'ল, যাতে সব নেতাগুলোই চোখের পলকে অক্কা পেল। অকস্মাৎ এমন ঘটনায় মুসা(আঃ) বিস্মিত ও ভীত-বিহ্বল হয়ে পড়লেন। তিনি প্রার্থনা করে বললেন , হে আল্লাহ! এমনিতেই ওরা হঠকারী। এরপরে এদের মৃত্যুতে লোকেরা আমাকেই দায়ী করবে। কেননা মূল ঘটনার সাক্ষী কেউ রইল না আমি ছাড়া।

অতএব হে আল্লাহ! ওদেরকে পূর্নজীবন দান কর। যাতে আমি দায়মুক্ত হতে পারি এবং ওরাও গিয়ে সাক্ষ্য দিতে পারে। আল্লাহ মুসা (আঃ) এর দোয়া কবুল করলেন । এ ঘটনা আল্লাহ বর্ণনা করেন এভাবে-- " আর তোমরা বললে, হে মুসা! কখনোই আমরা তোমাকে বিশ্বাস করবো না, যতক্ষন না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব। তখন তোমাদেরকে পাকড়াও করল এক ভীষন নীনাদ (বজ্রপাত), যা তোমাদের চোখের সামনেই ঘটেছিল।

অতঃপর তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনরুত্থান করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। " সূরা বাকারাহঃ ৫৫-৫৬ আয়াত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.