"আমি আল্লাহ্কে সব বলে দেবো"
সিরিয়ায় মৃত্যুপথযাত্রী ৩ বছর বয়সী এক ছোট্ট শিশুর এই কথাটি পুরো বিশ্বের মানুষের বিবেক জাগ্রত করার জন্য যথেষ্ট । বিবেক যদি তাতেও ঘুমন্ত থাকে,তবে আমার কিছু বলার নাই !! কারন অপদার্থদের কিছুই বলার নাই !! সিরিয়ায় বোমা হামলায় মারাত্বক আহত শিশুটি কে যখন হাসপাতালে আনা হয় ,তখন সে মৃত্যুর আগে শুধু এটুকুই বলে যায় "আমি আল্লাহর কাছে সব বলে দেব "। ছোট্ট বাচ্চাকে যখন কেউ বকা দেয় তখন দেৌড়ে মায়ের কাছে যায় । কারন, তার বিশ্বাস তার মায়ের কাছে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না,,,মাকে বিচার দেয় ,,,কে তাকে মারল বা বকা দিল । আর ােই শিশুটি অন্তত এটা বুঝে গিয়েছে ,,,তার "রক্ত ঝড়ানোর" বিপদ থেকে তার মা তার জন্য কিচ্ছু করতে পারবে না.."রক্ত ঝড়া" থেকে বাচতে তাকে নিয়েইতো তার মা এখানে সেখানে পালিয়েছে !!!..তাকে "যা বলার "আল্লাহ কেই বলতে হবে।
। । । । ।
। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।