আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে গমনকারী ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা

আমাদের দেশ থেকে বাইরে অনেক ছাত্র-ছাত্রী পড়াশুনার জন্য নিয়মিত যাচ্ছে। তাদের জন্য আমার এই পোস্ট। যাবার আগে আমরা অনেকেই সমস্যায় ভুগি যে কোথা থেকে কি নিতে হবে এটা জানা থাকে না। আশা করি সবার কাজে দিবে। #শীতবস্ত্র ১) ওভারকোট-এটা অপসনাল।

না আনলেও ক্ষতি নাই। বঙ্গ তে পাওয়া যাবে। দাম-৭০০ টাকা এরাউন্ড। ২) হেভি জ্যাকেট-মাস্ট,মিনিমাম একটা,ম্যাক্সিমাম দুইটা। বঙ্গ তে পাওয়া যাবে।

। ওদের বললেই হবে যে সবচেয়ে গরমটা দেখান তাইলেই হবে,হুড থাকবে। জিনিসটা অনেক মোটা হবে আর ভিতরে ফোম জাতীয় কিছু থাকবে। দাম পরবে ৮০০-১০০০ টাকা। ৩) সামার জ্যাকেট-এটা আমরা দেশ এ যেমন জ্যাকেট পরি ঐ গুলো।

মিনিমাম একটা,মাক্সিমাম দুইটা। বঙ্গ তে পাওয়া যাবে। হুড লাগানো কিচু পাতলা জ্যাকেট আসে ঐ গুলো। দাম ভারিয়েবল। ৩০০-৫০০ টাকার মধ্যে।

*** জ্যাকেট কেনার সময় লক্ষনিওঃ *অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে। নইলে কঠিন ধরা। । *হুড থাকা অতি জরুরি। *রিবক,নাইকি,উইলসন,এডিডাস এইসব ব্রান্ড বাইরে অনেক ছলে।

তাই এইসব ব্রান্ড এর ছাপ থাকলে ভালো হয়। বঙ্গ তে পাওয়া যাবে। ৪) হুডি- এটা বাইরে খুব চলে। দাম ৩৫০ টাকার মত। ৩-৪ টা কেনা ভালো।

এটা ২ রকম আছে। জিপার সহ এবং জিপার ছাড়া। যেকোনো টাই চলবে। এটা সাজেস্ট করব বাইরে থেকে কেনার জন্য। ওইখানের গুলা চলে বেশি।

৫) সোয়েটার -জ্যাকেট এর ভিতরে পরার জন্য। ২ টা হলেই চলবে। বঙ্গতে পাওয়া জাবে। দাম ২৫০ টাকা। ফুলহাতা/হাফহাতা যেকোনো টাই চলবে।

# নন-শীতবস্ত্র ১) জিনস- মিনিমাম ৩ তা,মাক্সিমাম ৬ তা,অপটিমাম ৪ টা। একটু মোটা কাপরের নেয়া ভাল। দাম এরাউন্ড ৭০০-১০০০ টাকা। কেনার জন্য বঙ্গ অথবা নিউমার্কেট ভালো। ওয়েস্টেক্স থেকেও কেনা যায়।

২) গ্যাবাডিং- ১-২ টা হলেই হবে। সামার এ পরার জন্য। মোবাইল পকেটওয়ালা হলে ভালো। বঙ্গ তে পাওয়া যাবে। দাম- ২৫০-৫০০ টাকা।

৩) টিশার্ট- নতুন মিনিমাম ১২ টা। বেশি আনার কারন এইগুলা পরা অনেক ইজি এবং পোলাপান এইগুলাই বেশি পরে বাইরে। ঝামেলা কম অনেক। নিউমার্কেট অথবা বঙ্গ তে পাওয়া জাবে। দাম- এরাউন্ড ২০০ টাকা।

পুরান টিশার্ট ৫-৬ টা আনলে ভালো। ৪) ফরমাল শার্ট- মাক্সিমাম ২ তা। সাথে মাচিং টাই থাকলে ভালো। ৫) কাজুয়াল শার্ট- মাক্সিমাম ২ টা। ৬) ফরমাল প্যান্ট- ১-২ টা।

৭) থ্রি-কোয়ার্টার- মিনিমাম ৪ টা। বঙ্গ তে পাওয়া যাবে। দাম ২০০-৩৫০ টাকা। এটা অনেক কাজের জিনিস। বাসায় পরা,জগিং,খেলা এইগুলার সবটাতে কাজে লাগান যায় এমন ভাবে কিনতে হবে।

সাতার এর জন্য সুইটএবল শর্টস নেয়া ভালো(সব বিশ্ববিদ্যালয় ই সুইমিং পুল আসে যেইখানে ছেলে-মেয়ে একসাথে সাতার কাটে তাই এই মজা মিস করা ঠিক হবে না…) ৮) টাওয়েল- ২-৩ টা। ৯) বালিশের কভার/চাদর- ৩ টা সিঙ্গেল। ১০) কাঁথা- ১ টা। ১১) পাঞ্জাবী- ১-২ তা। ঈদ এ পরার জন্য।

#জুতা ১) কেডস- ১-২ জোড়া। নাইকি ব্রান্ড হলে ভালো হয়। তা না হলে আমাদের বাটা থেকে নেয়া ভালো। আমি বলব যে এইগুলো বাইরে গিয়েই কিনা ভালো। কারন দেশ থেকে কিনে নিলে দেখা যায় যে সোল গুলো ফেটে যায়।

তাই বাইরে থেকে কেনা ভালো। ২) স্যান্ডেল- ১ জোড়া। সামার এ বাইরে পরার জন্য । ৩) স্যান্ডেল- ঘরে পরার জন্য। ২ জরা।

বারমিজ গুলা আনা ভালো। ৪) স্নো-বুট- এটা দেশ এ না কিনে বাইরে থেকে কেনাই ভাল। দাম পরবে ২৫-৩০ ডলার। বরফের উপরে হাটার জন্য এটা লাগবে। # এক্সসেসরিজঃ ১) আন্ডারওয়ার- যত বেশি আনা যায়।

২)মোজা- শীতের জন্য মিনিমাম ৩-৪ জোড়া। এই ধরনের মোজা রে বলে “নীট উওভেন”। বাটায় স্পোর্টস মোজা নামে পাওয়া যায়। দাম ৬০-৭০ টাকা করে। গরমের জন্য পাতলা মোজা ৩-৪ জোড়া।

৩) হ্যান্ড-গ্লাভস- ২ জোড়া । খুব মোটা। ওয়াটার প্রুফ। বঙ্গে তে পাওয়া যাবে। দাম পরবে ৬০ টাকা।

৪) উলেন টুপি- মিনিমাম ২ টা। বঙ্গ তে পাওয়া যাবে। কেনার আগে দেখতে হবে যে কান ঢাকে কি না। দাম ৮০ টাকা। ৫) মাফলার- ২ টা, উলেন, বঙ্গ থেকে।

দাম পরবে ৫০-২০০ টাকা। ৬) ইনার- শীতে প্যান্টের ভিতরে পরার জন্য। ৩-৪ তা। বঙ্গ তে পাওয়া যাবে। এটা সেট হিসেবে পাওয়া যায়(টিশার্ট+ট্রাউজার) ।

বলতে হবে যে থারমাল ইনার। দাম পরবে ২০০ টাকা প্রতি সেট। ৭) বেল্ট-ভাল দেখে ২ টা। ৮) ওয়ালেট-এইটাও ২ টা আনা ভালো। ৯) ছাতা/রেইনকোট- ১ টা ।

রেইন কোট আনলে জ্যাকেট টাইপের আনা ভালো। ভালো রেইনকোট এর দাম পরবে ৮০০ টাকা। #ব্যাগ ১)ব্যাকপ্যাক- মাস্ট। ভাল দেখে একটা আনতে হবে যেটাতে ল্যাপটপ নেয়া যাবে। এটা ক্লাস টাইমে ও কাজে দিবে।

নিউমার্কেট ব্যাগ পারায় গিয়ে ল্যাপটপ ক্যারি করার ব্যাকপ্যাক দেখাতে বললেই ওরা দিবে। AOKing, ক্যামেল মাউনটেন ব্র্যান্ডের একটা ব্যাগ পাওয়া যায় ল্যাপটপ নেয়ার জন্য অনেক ভালো। দাম পরবে ১২০০টাকা। ২) লাগেজ- ২ টা বর সুটকেস। এয়ারলাইনস এর রুল হচ্ছে দৈঘ্য-প্রস্থ-উচ্চতা সব মিলায় ৬৩ ইঞ্চি এর বেশি হতে পারবে না।

নিউ মার্কেট এ পাওয়া যাবে। প্রেসিডেন্ট নামে একটা ব্রান্ড আসে ভালো। ২ তার দাম পরবে ৫০০০ টাকার মত। ৩) হ্যান্ড-লাগেজ- এটা প্লেন এ সাথে রাখার জন্য। জরুরি সব কাগজ সব এইটাতে রাখতে হবে।

এটাও বড়ো সাইজের ব্যাকপ্যাক নেয়া ভাল। পরে কোথাও ঘুরতে গেলে কাজে দিবে। এটাও AOKing ব্র্যান্ডের কেনা ভাল। দাম নিবে ১৩০০ টাকা। (প্লেনে কিন্তু ২ তা লাগেজ র একটা ব্যাকপ্যাক এর বেশি আলাউ করে না।

তাই ল্যাপটপ এর ব্যাকপ্যাক তা লাগেজ এ ভরে দিলে বেটার) #টেকনোলজিঃ ১) ওয়েবক্যাম,মাউস,হেডফোন- দেশ থেকে আনা ভালো। বাইরে এইগুলার অনেক দাম। ২) ইউএসবি হার্ডডিস্ক- খুব কাজের জিনিস। ৩) ব্লাঙ্ক ডিভিডি- ১ বক্স। ৪) পেন ড্রাইভ ৫) ক্যালকুলেটর - দাম এখন ১১০০ টাকা (ক্যাসিও-৯৯১ এমএস) ৬) সমস্ত পাইরেটেড সফটওয়ারে ল্যাপটপ এ নেয়া অথবা সাথে করে ডিভিডি তে রাইট করে নেয়া ভালো।

৭) এলাম ঘড়ি(যদি লাগে)- ১ টা #অন্যান্যঃ ১) শেভিং কিট- রেজার ,ব্লেড(জিলেট) গুলো নিয়ে আসা ভালো। ২) গুঁড়া মশলা- হলুদ,মরিচ,ধনিয়া,জিরা,গরম মশলা বেশি করে নিয়ে আসা ভালো। যেন অনেক দিন চলে। তবে বাইরে ইন্ডিয়ান দোকানে এইগুলা পাওয়া যায়। ৩) ঔষধ- আমাদের নিত্যদিনের জীবনে যেগুলো দরকার হয় সেই গুলো যেমন পেটখারাপ,জর,মাথাব্যাথা,ঠাণ্ডা,গ্যাসটিক এইগুলোর ঔষধ।

কারো হাপানি থাকলে ইনহেলার মাস্ট। ৪) কলম,পেনসিল,রাবার,স্ট্যাপলার,নেইলকাটার,কেচি,সুপার গ্লু (অবশ্য লাগেজ এ দিতে হবে) ৫) তুলার বালিশ- বাইরে সব ফোম এর বালিশ। তাই তুলার বালিশ নিয়ে নেয়া ভালো (ঘুমানোর জন্য কাজে দিবে)। ৬) মাল্টিপ্লাগ- মাস্ট। খুব প্রয়োজনীয় একটা জিনিস।

ইউরোপ এর জন্য ২-পিন এর সকেট এর গুলো নিতে হবে। ৭) ট্রাকসুট- অন্তত ১ তা নিয়ে যাওয়া ভাল। কাজে দিবে। #ডকুমেন্টসঃ ১) সার্টিফিকেট- সমস্ত সার্টিফিকেট এর মেইন কপি সাথে ফটোকপি। আর বাসায় সব গুলার অন্তত এক কপি ফটোকপি করে রেখে যাওয়া ভালো।

২)বায়োম্যাট্রিক ছবি- ইউরোপ এর জন্য এক্স্যাক্ট সাইজ গুলশান এর স্টুডিও গুলতে পাওয়া যাবে। বেশি করে নিয়ে নিতে হবে। পরে কাজে দিবে। ৩) পাসপোর্ট এবং ভিসা এর কপি। ৪) টিকেট এবং বোর্ডিং পাস (মনে করে নিতে হবে)।

# যারা চশমা পরেন তাদের জন্যঃ ১) আসার আগে চোখ দেখিয়ে চশমা অন্তত ৩-৪ টা নিয়ে আসা ভালো কারন বাইরে চশমা এর অনেক দাম। রিমলেস না এনে রিম সহ গুলা আনা ভাল। বেশি দিন যেন টিকে। লিখার অনেকাংশ নেয়া হয়েছে এক বড় ভাই (ফাহিম,আইইউটি) এর একটি কলাম থেকে…ধন্যবাদ…. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.