আমাদের কথা খুঁজে নিন

   

মুসলমানদের ১০০১টি আবিস্কার - ফাউন্টেন পেন বা কালির কলম

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা কালির কলম বা ফাউন্টেন পেনের চল বোধহয় আর খুব একটা নেই। এখন সবাই বল পেন ব্যবহারে অভ্যস্থ বেশি। কম্পিউটারের প্রচলনও লেখার অভ্যাসটিকে কমিয়ে নিয়ে এসেছে ধীরে ধীরে। তবে এখনও বোধহয়, সাইন করার সময় এটি ব্যবহার করা হয়। কিন্তু কয়েক দশক আগেও একটা ভাল কালির কলমের মর্যাদা ছিল অনেক।

পকেটে ভাল একটি ফাউন্টেন পেন গুজে রাখাটা একটা ষ্টাইলেও পরিনত হয়েছিল। পাশাপাশি কালির দোয়াতের কথাও হয়ত অনেকের মনে আছে। কেননা কালির কলমে কালির একটি আধার থাকে কিংবা ট্যাংকি থাকে। যা থেকে কালি আসে কলমের নিবের ডগায়। ৯৫৩ সালে মাগরেবের খলিফা Ma'ād al-Mu'izz তার অধীনস্থদের আদেশ করেন একটি কলমের যার কালিতে হাত কিংবা কাপড় চোপর কালিমালিপ্ত হবেনা।

যার একটি কালির আধার থাকবে, যা থেকে কালি চুইয়ে পড়বে নিবের ডগায়, মধ্যাকর্ষন এবং capillary action এর মাধ্যমে। Qadi al-Nu'man al-Tamimi (d. 974).এর Kitab al-Majalis wa 'l-musayardt তে এর বর্ননা আছে। Fountain pen মুসলমানদের ১০০১টি আবিস্কার - 1001 Inventions Muslim Hritage in Our World মুসলমানদের ১০০১টি আবিস্কার - ফার্মেসী মুসলমানদের ১০০১টি আবিস্কার - বইয়ের দোকান (বুকশপ কিংবা বুকসেলিং) মুসলমানদের ১০০১টি আবিস্কার - বীজগনিত (আলজেবরা) মুসলমানদের ১০০১টি আবিস্কার - উইন্ডমিল মুসলমানদের ১০০১টি আবিস্কার - টিকা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.