আমাদের কথা খুঁজে নিন

   

ফিনিক্স

নবান্নের পর মরে গেছে স্বপ্নেরা ওষধি গাছের মতো। ভুলে গেছে চাষা ফলাতে আবার; পাঁজরের হাড়, গোলাভরা স্বপ্নবীজ, ভাটিয়ালি গুঞ্জন মাথার ভেতর -বৃথা গেলো সবকিছু অসময় বৃষ্টির পর। রয়ে গেছে যতকিছু দেবার, নেবার, পরশ পাবার; ফ'লে আছে যত বিচিত্র পুষ্পাধার, ঝর্ণার জল পাহাড়ের গায়ে আমার অপেক্ষায়; আরো যারা জন্ম নেবে নিষিদ্ধ পরাগ মেখে জ্ঞানবৃক্ষের ফল, ছুঁয়ে যাব, মুড়ে দেব আদিগন্ত স্বপ্নের ভেতর। ৩১/০৮/২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।