আমাদের কথা খুঁজে নিন

   

ফিনিক্স মন

হঠাৎ শুন্যতা ...................

আজকের আবহাওয়ার মত মন আমার এই মেঘ... এই রোদ... মনকে বসে আনতে পারি না। কিন্তু এই করেই তো কেটে গেল অনেক বছর পাঠশালা- খেলা- মিলন মেলা সবই হল কিন্তু মনকে বসে আনা গেল না মনের বস আমি... ঘোর সংসারী অবয়বের মাঝে অস্থির মন আমার... কল্পনার নিশুথী রাতে গৃহত্যাগী হয়, যেতে চায় উন্মক্ত প্রান্তরে... যেথা তারা জলা নীলাভ আকাশের সাথে কালো ঘাসের কথোপকথন। সৈকতের ছন্দময় ফসফরাস সাদা ঢেউ আদর দিয়ে মনকে ভাসিয়ে নিয়ে যায় অতল গহীনে কিংবা সবুজ পাহাড়ের ঢালে সাহসী বাতাসের লুকোচুরি খেলে আমার মন। যান্ত্রিক জীবন বেঁধে ফেলতে চায় ছক বাধা রুটিনে, মন আমার মুচকি হাসে... কারন, মন আমার কল্পনার মত উড়ে চলা মৃ্ত্যুহীন ফিনিক্স। অনল থেকে যার জন্ম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।