আমাদের কথা খুঁজে নিন

   

ফিনিক্স



পৃথিবীর প্রতিটি কানায় কানায় দেখেছি আমি ধ্বংসের ছাপ সুস্পস্ট; প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্প জমে আছে সর্বনাশা; প্রতিটি জীবকোষ হয়ে আছে ফসিল পাথর; প্রতিটি মুহূর্ত নিরবতার আশংকায় বিহ্বল অসহ্য। অরণ্য এখন ধ্বংসস্তুপের জঞ্জালে ভরা ধূমায়িত; পৃথিবী নামক একটি গ্রহ চিরবিদায় নিতে যাচ্ছে এখনই; তার ধ্বংসের পথে বাধা রয়েছে কি আর? জীব? সে তো প্রাগৈতিহাসিক কালের ছেঁড়া পাতার গল্প, প্রাচীন, আদিম; আমি একা দাঁড়িয়ে আছি অন্তহীন ধ্বংসযজ্ঞের ‘পরে প্রাণ নিয়ে; তবে আমায় প্রাণী ভেবো না; ওরা বহুকাল আগে বাষ্প হয়ে উড়ে গেছে। অবাক হয়োনা তোমরা আমার অস্তিত্ত্ব দেখে, আমি ধ্বংস হবার জন্য আসি নি। মূলঃ ২৬/০৬/২০০২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।