পুরনো আমিটাই ভাল ছিলাম...
আমি অমরত্ব চাই নি
চাই নি রাজ্যখোর রাজার মুকুট
চাই নি হতে যুদ্ধফেরত বীর
অথবা যুদ্ধাহত পরাজিত সৈনিক।
চেয়েছিলাম এক ফালি সাদামাটা সুখ
মুঠো ভরা শৈশব রোদের ঝিলিক,
সূর্য প্রসবী আলোর জরাল লোম-
খুলে খুলে ছড়াতে চেয়েছিলাম
সুখান্মুখ অনুভব বাতাসের গায়ে,
ঝিনুকের প্রদাহ পুলক শিশুর
মায়াঘোর বেতফল রূপে
আমি খুঁজেছিলাম প্রেয়সীর অভিমানী মুখ,
সকালের সোনাঝরা উষ্ণবতী রোদে
আমি শুকোতে চেয়েছিলাম
আজন্মের লোনাধরা পিছুটান ক্লেদ,
জরা আর ক্ষয়িষ্ণু উদ্যমের পিঠে-
চাবুক হাঁকিয়ে, বর্তুল পৃথিবীর বুকে
ছোটাতে চেয়েছিলাম দুরন্ত লাল ঘোড়া,
দাম্ভিক পাহাড়ের অতিভূজ বেয়ে
উড়তে চেয়েছিলাম সুনীলের কাছাকাছি,
কঞ্জুষ মেঘেদের টুঁটি চেপে, চেয়েছিলাম
বৃষ্টি আসুক উসর চৈত্রের মাঠে,
চূড়ান্ত ঊর্ধ্বভূমে বুনতে চেয়েছিলাম
আভ্রূণ লালিত স্বপ্ন, মুক্তির পতাকা।
পলানপর মুহূর্তের আড়ালে আমি দেখি নি
স্বৈরাচারী নিয়তির প্রলম্বিত ক্রূর হাসি,
আমি বুঝি নি পরাজয় আমার শিয়রে-
জীবনখেকো নিঃশ্বাস ফেলেছে সন্তর্পণে,
আমি জানি নি আমার আত্মবিশ্বাসে-
ঘর বেঁধেছিল আত্মতৃপ্তির ঘুণপোকা,
আমি শুনি নি ভেতরটা জীর্ণ হতে হতে
ভাঙ্গনের সুরে শেষ বাঁশির কাঁপন শুধু বাকি।
ছাতিম বীজের মতো আমি আজ
উড়ে উড়ে ভেসে যাই লক্ষ্যহীন,
অনিশ্চয়তা, তাও আজ আগন্তুকের মতো,
কখনো সুদূর থেকে ভেসে আসে
ব্যথাতুর স্মৃতিমুখী আশাদায়ী আলো,
স্বপ্ন-দেখা-সময়ের ভেজানো দরজার ফাঁক গলে;
হাত বাড়িয়ে ছুঁয়ে দেব, সাহস নেই অবশিষ্ট,
দাহকালে উপহাসটুকু মরীচিকা হয়ে যায় পাছে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।