আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানের ছড়া-ছড়ি

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি।

ভেবে দেখ কিছু কথা, হাত ধরে কত হাটা, কত পথ দিয়েছি পারি . . . আরো ভালবেসেছ কি ?? তীরে এসে খুঁজেছ কি আমার বারি ?? নির্ঘুম রাত যায়। . . . এসে আমকে কাদায় . . . !! পরিচিতও মোহনায়। . সত্য এসে মিসে যায় !! অভিমানের ছড়া-ছড়ি। . . চোখ বুজে হাত নারি ফেলে আসি প্রথম ছিঠি . . . একাকি নিজেকে কি করি কি জানি, জলের মাঝে দেখি তোমার আবেগের ছড়াছড়ি, আকাশেতে সাদা মেঘগুলো উরে যায় দেখে দেখে আজ মন হয় বিভোর নাকি রঙ্গের মাঝে হারিয়ে আজ ভোর বাতাসেতে পাখিরা গান গেয়ে উরে যায় মাঝে মাঝে নিজের মাঝে কি জানি কি হয়ে যায় মনে মনে কি যে কি অনিভুতি বুঝি নি আমি তাকে কি জানি কি হয় আমার মাঝে আর এভাবেই সব কেটে যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.