একটা চিঠি লিখেছিলাম,
তোমার উদ্দেশ্যে।
ছোট্ট সাদা কাগজে,
কিছু হিবিজিবি লেখা,
১৫ টাকার জেলপেন দিয়ে।
কুচকুচে গাঢ় কালো রং,
অস্পষ্ট কিছু বর্নমালার আড়ম্বর।
ভাজ করে তুলে রেখেছি
ঠিকানা নেই জানা,
পোস্ট করব কোথায়?
তুমি পাবেই বা কিভাবে?
আধুনিকতার এই যুগে,
ইমেইল,মেসেজিং আর চ্যাটিং এর কাছে,
আমার চিঠি হয়ত কিছুই না।
শুধু বোকার মতো পাগলামি।
তবু বলি,
বিশ্বাস করো আমায়,
আমার ভালোবাসা।
আমার প্রচন্ড আবেগ দিয়ে লেখা,
চোখের জলে কালি।
মিথ্যে নয় এসব।
হয়ত পড়বে না তুমি
আমার ব্যার্থ চিঠি।
তবু রেখে দেব তুলে,
যদি বিধাতা মুখ তুলে চান,
যদি তুমি ফিরে আসো,
আমার ভালোবাসার উপাচার
ঢেলে তুলে দেব তোমার
মনের আঙিনায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।