আমাদের কথা খুঁজে নিন

   

ব্যার্থ কলেবর



হে পথিক তাকাও না একবার ফিরে কোথা থেকে এসেছ হে ,কোথা যাও চলে ? কার তরে ছুটে চল অজানার পারে । বেহিসেবি মন তোমার চিন্তামগ্ন মায়ায় ছুটে ছুটে হারিয়ে যাও কোন অবেলায় ? একবার সময় করে ভেবেছ কি নিজের কথা অজানাকে সব শপে দিয়ে ছুটে যাও কোথা ? ঐ দেখ গগনের পানে ডাকিছে কে যেন তোমায় ভীত কলরবে মন যে অধীর মায়াবিনীর মায়ায়। কখন ও কি ভেবেছ ঐ দূর আকাশের কথা যেখানে একসাথে গেঁথে আছে সপ্ততারকা । উড়ে যাব আমি , তুমি থাকবেনা কোন সাজ তাহাদের মাঝে বুঝি হবে আমাদের বাস । ছুটে ছুটে ক্লান্ত হয়ে শেষ বেলায় এসে কি যেন খুঁজিছ হে আপনারে ঘিরে .। সুখী কেন নও তুমি এই অবেলায় তাই বুঝি ছুটে চল মায়াবিনীর মায়ায় । ( ইচ্ছা ছিল কিছু সামুতে দেব না তবু ও দিলাম )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.