পৃথিবীর প্রতিটি মানুষ একা, একাই পথ চলতে হয়। তাজরিন গার্মেন্টস এ পুড়ে মারা গেল শত শত শ্রমিক , ফ্লাইওভারের নিচে চাপা পড়লো মানুষ । হরতাল নামক রাজনীতির খেলায় শিশু সহ নিহত হয়েছে, হচ্ছ্ হবে অসংখ্য মানুষ । যে পরিবার তার প্রিয় মানুষ গুলো হারাচ্ছে তাদের ছাড়া কার কি হচ্ছে ?
সমাজের এক শ্রেনী প্রভাবশালী পরিবারের কাছে জিম্মি সারা দেশের মানুষ । একজন রাজনীতিবিদ একি সাথে নেতা , ব্যাবসায়ী, ঠিকাদার ।
তার বড় ভাই অথবা ছোট ভাই সেনা কর্মকর্তা বা পুলিশের উর্ধতন কর্মকর্তা ।
অনেক পরিবারে দেখা যায় এক ভাই হাম্বালীগের নেতা , আরেক ভাই ছাগু দলের ( বি,এন,পি) নেতা । একজন হরতালে রাজপথে পিকেটার , আরেক জন হরতাল বিরোধী শ্লোগানে গলা ফাটাচ্ছে । দিন শেষে আবার একই টেবিলে বসে খাচ্ছে রাতের খাবার !
খালেদা জিয়া শুভেচ্ছা কার্ড পাঠালে শেখ হাসিনা কেই পাঠান , ফোনালাপ হতেই পারে তাদের মাঝে । কিন্তু রাজপথে মরে সাধারন জনগন !!
আজ সাভারে ভবন ধসে পড়ে কত গুলো তাজা প্রান হারালো কিন্তু নেতাদের ভোট নষ্ট হওয়া ছাড়া আর কি ক্ষতি হয়েছে ? কিচ্ছু না !! এখন সবাই অভিনয়ে ব্যাস্ত মিডিয়ার সামনে, পারলে মেকি কান্নার অভিনয় করবে তাতে যদি কয়েক টা ভোট বাড়ে ।
সরকার শোক ঘোষনা করেছে কিন্তু তাতে করে কি সেই নিহতের পরিবারের কোন উপকার হবে ? হারানো মানুষ টা কি ফিরে আসবে ? অনেক পরিবার উপার্জন সক্ষম মানুষ টি কে হারিয়ে রাস্তায় নেমেছে তার দ্বায়ভার কে নিবে ? আজ অনেক নেতারাই সমবেদনা জানিয়ে ভাষন দিবেন কিন্তু কাল আবার মুখ ফিরিয়ে নিবেন শ্রমিকদের দেখে ।
ভবন ধস টা কি শুধুই দুর্ঘটনা ছিল ? অবশ্যই না । ভবন টি নির্মানের সময় করা হয়েছিল দুর্নীতি ।
ভবনে ফাটল দেখা যাবার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন " ফাটলের অবস্থা অস্বাভাবিক নয় ,প্লাস্টার খসে গেছে আর পিলারে সামান্য ফাটল দেখা গেছে । এই ঘটনায় আশঙ্কার কিছু নেই।
"
"প্রথম আলো নিউজঃ গতকাল মঙ্গলবার সকালে ওই ভবনে ফাটল দেখা দিলে তাঁদের পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আজ কাজে গিয়ে শ্রমিকেরা তাঁদের আতঙ্কের কথা জানান। তবে কর্তৃপক্ষ তা কানে তোলেনি। ‘কিছু হবে না’ বলে একরকম জোর করে তাঁদের কারখানায় ঢোকানো হয়। রানা নামের একজন তখন হ্যান্ডমাইকে বলতে থাকেন, ‘একটা পিলার ফাটলে কিছু হয় না!’
জেনে শুনে জোর করে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া কোন ভাবেই দুর্ঘটনা হতে পারে না , এটা নিঃসন্দেহে গনহত্যা ।
জানি এই ঘটনার কোন বিচার হবে না কারন মালিক রাজনীতিবিদ বলে কথা । অথচ সময় মত ব্যাবস্থা নিলে বেচে যেত শত শত জীবন । সরকার এখন নিহতের পরিবার কে ৫০ হাজার টাকার একটি চেক ধরিয়ে দিবেন । একটি তাজা প্রানের মূল্য কি মাত্র ৫০ হাজার টাকা ? যদি তাই হয় তাহলে আমি তারেক, জয়, কোকো আর পুতুলের জীবন ২ লক্ষ টাকায় কিনে নিতে চাই............। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।