ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল ভুলে যেতে পারি, যাওয়াটা সহজ? দূরে যেতে পারি, কাছে আসাটাও? যেরকমই ভাবি, ভাবের আবহ মনকে দোলানো, জলে ভাসাটাও? আকন্ঠ ভুলে ডুবে যেতে যেতে ফিরে আসবো কি? আসতেও পারি যৌবন গেছে, অনেক সরব সময় কেটেছে ডুবে যেতে যেতে ভাসতেও পারি স্মৃতিগুলো শুধু অলিন্দ জুড়ে, ক্লান্ত জাবরে ছটফট করে, স্পর্শের দুর্মর ছায়া ফিরে ফিরে আসে, আবেগের মেঘ ঝরে উঠোনেই, অলক্ষ্যে কেউ পৃষ্ঠা ছিড়েন পেয়েছি অনেক, অতৃপ্তিও অনেক পোড়ালো জ্বলতে জ্বলতে ক্ষত হয়ে গেছে, ক্ষত-বিক্ষত এইবার বুঝি নীরবে নীরবে ভুলে যাওয়া ভালো তুলে রাখি কিছু ক্লান্ত সিঁকেয়, ভেজা যন্ত্রণা মৃদু সযতন ভুলে যেতে পারি, ভুলে যেতে পারি সব চেনা সুর, রাগ দরবারী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।