জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । শুনেছি, আমাদের বর্তমান সরকার নাকি বিদ্যুৎ খাতে এক অর্থবছরে প্রায় তিরিশ হাজার কোটি ভর্তুকি দেয় ! বিদ্যুৎ উৎপাদনে এত ব্যায়ের পিছনের কারনটাকে অনেকে রাজনৈতিক বলে সাব্যাস্ত করে থাকেন । আমি ভাই অত রাজনীতি বুঝি না... আমি বুঝি বিদ্যুৎ উৎপাদনে এত টাকা খরচ করার কোন মানে হয় না । মনে হয়, দারিদ্র বিমোচনে ব্যায় এর থেকেও অনেক বেশি গুরত্বপূর্ন ।
শহুরে লোকেরা বোধহয় মানতে চাইবেন না , কিন্তু যদি তারা রাতে তাদের শহরে ভ্রমন করে থাকেন, যদি স্টেশনে দরিদ্র মানুষের রাতযাপন দেখেন, যদি ফুটপাতে শুয়ে থাকা নিস্পাপ শিশুগুলোর অসহায়ত্ব দেখেন, যদি নোংরা বস্তিগুলোতে জীবনে একটি রাতও সময় কাটিয়ে থাকেন তাহলে বোধহয় তারা বুঝতে পারবেন ।
একদিকে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্যে হাহাকার করছি আর অন্যদিকে দুবেলা দুমুঠো ভাতের জন্যে নিস্পাপ শিশুগুলো ডাস্টবিন হাতড়ে মরছে ! আমরা এসি চালাতে না পারার জন্যে হাপিত্যেশ করছি আর অন্যেরা ফুটপাতে খোলা আকাশের নিচে গাড়িতে চাপা পড়ার ভয়ে সংকুচিত হয়ে আছে !
ঢাকা শহরের উচু উচু দালানগুলোর দিকে তাকালে অতি দরিদ্র মানুষের কেমন অনুভুতি হয় জানতে চেয়ে যদি জরীপ চালানো হয় .... তাহলে বোধহয় ঘৃনা এবং লজ্জা নামক অনুভূতি ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না ।
বিস্ময়কর হলেও এ কথা সত্য যে অধিকাংশ অপরাধী সমাজ বিতৃষ্ম ! তারা সমাজের এই বৈষম্যের কারনে সৃষ্ট একেকটি দানব । তারা সবাই অট্টালিকার মালিক হতে চায়.....তা সেই সমাজ হত্যা করেই বা হোক না কেন !
আমরা মানবিকতার কথা বলি, অথচ বৃহত্তর দরিদ্র জনগনের কষ্টকে স্বাভাবিক পরিণতি মনে করি ! কেন আমরা ভাবি না যে দারিদ্র আমাদের অতি মুনাফাখোরী স্বভাব থেকে সৃষ্ট একটি ভয়ংকর ব্যাধি ! একটি বারও কি ভেবে দেখেছেন যে কেন অপরাধীদের সিংহভাগ নিন্মবিত্তের অধিকারী । একটি বারও কি আমরা ভেবে দেখেছি, একটি সিভিলাইজড সমাজে কেন পুলিশের প্রয়োজন হয় ? যেখানে অপরাধীর সংখ্যা সমাজের মাত্র .৫% ! বৈষম্যের কারনে সৃষ্ট অসন্তোষ দমাতে আমরা যত খরচ করি তার ঠিক অর্ধেক খরচ করলেও বোধহয় ধনী-দরিদ্রের বৈষম্য থাকবে না !
তাই মনে করি, বাড়তি ৩০ হাজার কোটি টাকা বিদ্যুৎ উৎপাদনে খরচ না করে তা দারিদ্র বিমোচনে খরচ করা হোক । দরকার হলে দু-চার বৎসর বিদ্যুতের অভাব বোধ করব....কিন্তু কোন দরিদ্র শিশুর স্কুলে যাওয়া বাদ দিয়ে ফুল/পেপার বিক্রি করা দেখতে চায় না ।
তাই মনে হয়, আমাদেরকে শুধুমাত্র মানসিকতা পাল্টাতে হবে....অন্য কিছু নয় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।