যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আমি বর্তমানে গ্রামীন জনগোষ্ঠীর মধ্যে ব্লগিং জনপ্রিয় করার জন্য কাজ করছি। এটা কমিউনিটি ব্লগিং এর মত হবে। যেখানে একটা নিদৃষ্ট কমিউনিটির মানুষ নিজেদের গল্প নিজেরা লিখবে এবং বিশ্বের সাথে বিনিময় করবে। তারা তাদের সমস্যা, সম্ভাবনার কথা বলবে। মূলত ব্লগিং এপর্যন্ত সমাজের সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠির তথ্য আদান প্রদান মিডিয়া হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে।
কমিউনিটি ব্লগিং এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শ্রেনী তথ্যের অধিকার সন্বন্ধে অবহিত হবে এবং তাদের জীবনপদ্ধতি ও উন্নয়ন ধারণায় একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি।
এই উদ্যোগের একটা রোডম্যাপ ইতোমধ্যে তৈরি হয়েছে। ব্লগিং উৎসাহিত করার জন্য যে সমস্ত ইন্টারন্যাশনাল সংস্থা কাজ করছে তাদের কয়েকটা সংস্থার সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন নেতৃস্থানীয় এনজিও ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে একটা ক্যাম্পেইন প্রস্তাব তৈরী ও যোগাযোগ করা হয়েছে। আগ্রহী প্রতিটি মানুষ এতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে পারেন।
প্রচলিত সেচ্ছাসেবা প্রদান ধারণা থেকে এই অংশগ্রহণ ভিন্নমাত্রায় ডিজাইন করা হয়েছে। আমার বিশ্বাস প্রতিটি মানুষের অংশগ্রহণ ইতিবাচক হতে পারে যদি তাদের কন্ট্রিবিউশনকে রেমিউনারেটেড করা হয়, সেজন্য আগ্রহীরা কমিউনিটি ব্লগিং ধারণার সাথে সম্পৃক্ত হলে ফি প্রদান করা হবে।
আমার কয়েকটা প্রস্তাব বিভিন্ন এনজিওতে বিবেচনাধীন আছে। আপনাদের বিস্তারিত মন্তব্য ও দিকনির্দেশনা আশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।