প্রখর সূর্যস্নাত দুপুরের শরীরে পিপীলিকার মতো হেঁটে হেঁটে যেতে যেতে যেতে হাহাকার উড়ানো বাতাসে এখন । ক্লান্ত দুটি পা আমার ঠাঁয় দাড়িয়ে...... রৌদ্রস্নাত বিকেল আর পোড়া মাটি গন্ধে ভরে আছে সমস্ত গোধূলী পাড়া মৃত্তিকা । তোমার জন্যে তোমার জন্যে ভিজা জলের পাতায় কবিতা লিখেছি ঠিক, জলের পাতা নয়- ঘামের গন্ধ জড়ানো পরম আদরে জড়িয়ে থাকা আমার সবুজ পাজ্ঞাবী । তাঁর বাম পকেটে তোমার জন্য বহুদিন আগে লিখে রাখা আনাড়ী প্রনয়ী মাখা আর সমস্ত রাত এলোমেলো করে লেখা এক কিশোরের কবিতা তোমাকে দিবো বলে সাংসারিক জীবন তুচ্ছ করে তোমার জন্যে এখনও ঠাঁয় দাড়িয়ে, সূর্য মাথায় নিয়ে সেই ক-বি-তা, আবেগ মে-শা-নো কবিতা- তোমাকে দিবো, দিবো বলে- অথচ, মৃত্তিকা................. প্রখর সূর্যস্নাত দুপুরের শরীরে পিপীলিকার মতো হেঁটে হেঁটে যেতে যেতে যেতে হাহাকার উড়ানো বাতাসে এখন । ক্লান্ত দুটি পা আমার ঠাঁয় দাড়িয়ে...... রৌদ্রস্নাত বিকেল আর পোড়া মাটি গন্ধে ভরে আছে সমস্ত গোধূলী পাড়া মৃত্তিকা । তোমার জন্যে তোমার জন্যে ভিজা জলের পাতায় কবিতা লিখেছি ঠিক, জলের পাতা নয়- ঘামের গন্ধ জড়ানো পরম আদরে জড়িয়ে থাকা আমার সবুজ পাজ্ঞাবী । তাঁর বাম পকেটে তোমার জন্য বহুদিন আগে লিখে রাখা আনাড়ী প্রনয়ী মাখা আর সমস্ত রাত এলোমেলো করে লেখা এক কিশোরের কবিতা তোমাকে দিবো বলে সাংসারিক জীবন তুচ্ছ করে তোমার জন্যে এখনও ঠাঁয় দাড়িয়ে, সূর্য মাথায় নিয়ে সেই ক-বি-তা, আবেগ মে-শা-নো কবিতা- তোমাকে দিবো, দিবো বলে- অথচ, মৃত্তিকা.................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।