নিজকে আজও আবিষ্কার করতে পারিনি। ব্যস্ত জীবনের, কর্মহীণ সময়টা বড় পানসে। যা ভেসে গেছে সময়ের নষ্ট স্রোতে, কি সাধ্য আমার পূজো দেই তার বিরহে । আমি মৃত্তিকা, মৃত্তিকাই থাকবো । কোন নদীর ভাঙ্গন, আমায় বিলীন করবেনা । উপহাসি চর হয়ে নদীবক্ষে ফিরবো আবার । ক্ষরার আকাশে চিল শুকুনের আর্তনাদ, প্রকৃতির মায়া হয় না । তবু থামে না গগণ বিদারী আর্তনাদ । মৃত্তিকার কান্না আর কে শোনে, চিল শুকুনের আর্তনাদে মিলিয়ে, নিরব নিভ্রিত কান্না, কখনো আকাশের কানে পৌছে না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।