আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্তিকা ঘুম অথবা লালিত স্বপ্ন

মৃত্তিকা ঘুম অথবা লালিত স্বপ্ন ফরিদ উদ্দিন মোহাম্মদ স্বঘুম স্বপ্নের মত মাঝ পথে হঠাৎ থেমে যায় বৃষ্টি অথচ বৃষ্টি বিলাশী যখন গোটা নগর - বীর্য স্থলনের পূর্বে স্বপ্ন ভঙ্গ কষ্ট তখন ঝুম ঝুম ঘুম নয়তো বৃষ্টি ক্ষতি কি যদি হয় গোটা দিন সৃষ্টি গাছেরাও বাকল বদলায় সাপের মত তবে তাদেরও প্রয়োজন ঋতুবতী গাছিনীর আরেকটা নতুন ঋতু আসে বকুল ফুলের গন্ধ চেনাতে নাগরিক প্রাণগুলো বরাবরই হেঁটে যায় - বুকে নিয়ে মৃত্তিকার সুবাস নৈঃশব্দে ঝরে পরে অজস্র বকুল একেকটি প্রাণে তাই চাপা কিছু আর্তনাদে উন্মুখ থাকে সদা - বৃষ্টি অথবা বকুল পতন আমাদের লালিত স্বপ্ন অথবা মৃত্তিকায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।