আমাদের কথা খুঁজে নিন

   

ধুলো

ধুলো আমাদের প্রতি মুহূর্তের ধ্বংসের সাক্ষী । বস্তুগত জগতের প্রতি মুহূর্তে ক্ষয় হওয়া পদার্থের এক রূপ । বস্তুগত জগতের বস্তুর একটি রূপ ধুলো । আমাদের চারপাশের প্রতিটি বস্তু প্রাকৃতিক অপ্রাকৃতিক নানা ভাবে ক্ষয় হয় বা বস্তুর রূপ পরিবর্তিত হয় । ক্ষয় , ধ্বংস , মৃত্যু অর্থ শেষ হয়ে যাওয়া নয় ।

শক্তির ক্ষয় নেই তা শুধু রূপ পরিবর্তন করে এটি শুধু শক্তি নয় , বস্তুগত জগতের সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য । সবারই কেবল রূপ পরিবর্তন হয় মাত্র । আর এই ধ্বংস , ক্ষয় , মৃত্যু বস্তুর পরিবর্তনের একটি প্রক্রিয়া । আমার এই যুক্তির পেছনে সবচেয়ে বড় যুক্তি , পৃথিবী বা প্রকৃতি কোন কিছু ত্যাগ করেনা । প্রকৃতিতে যা আছে তা কোন না কোন ভাবে প্রক্রিতিতেই বিদ্যমান শুধু রুপের পরিবর্তন ।

প্রকৃতির একটি নিয়ম হচ্ছে যোগ , এখানে বিয়োগের কোন স্থান নেই । প্রতিটি বস্তু ক্ষয় হওয়ার মাধ্যমেই তার রূপ পরিবর্তন করে । আর বেশীর ভাগ ক্ষয় হয় প্রাকৃতিক ভাবে অত্যন্ত ধীরে । আর এই ক্ষয়ের একটা পর্যায়ে হয় ধুলো যা প্রিতিনিয়ত আমাদের চারপাশে জমতে থাকে । আর আমরা খুব স্বাভাবিকভাবে প্রত্যক্ষ করি আমাদের চারপাশের প্রতি মুহূর্তের প্রতিটি বস্তুর ক্ষয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।