আমাদের কথা খুঁজে নিন

   

মহাজাগতিক ধুলো

নামটা মনে রাখবেন আমি চিৎ হয়ে বিছানায় শুয়ে চোখে এঁটে চকচকে চশমা উদাস হয়ে উপরে চেয়ে মনে হরেক অদ্ভুত বাসনা "আমার ফ্যানের ডানায় মহাজাগতিক ধুলো জমে আমার জুতোয় জামায় ধূসর পাক-কাদার ঢল নামে"- ক্যানো? চকচকে চশমা এঁটে চেয়ে উৎসুক দৃষ্টি মেলে, ভাবুক হয়ে দিই কাজে ফাঁকি লোডশেডিং-এ স্থির ফ্যান দেখি কী সব বিচিত্র ধুলোর নকশা ফ্যানের গায়ে! ধুলোর মূর্তি টুপটাপ খসে পড়ে আমগাছের পোকার মতন স্বভাবতই সেসব ফেলি ঝেড়ে জীবনের প্রতিটি দিনের মতন। মনে প্রশ্ন জাগে, কতো রকমে মহাজগতিক ধুলোর মতোই জীবন কাটছে বৃথা গরমে ঘেমে গায়ে ধুলোর পাক যতোই জমুক; তবু দিন কাটে; ধুলো জমে; চকচকে চশমা এঁটে নিজ নিয়মে! ১৮/৫/১২ ©

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।