/
কণা কণা ধুলো আদরে জড়িয়ে
নিঃসংকোচে বিছিয়েছে মিহি শয্যা
ভালবাসাবাসিতে মাখামাখি ঠ্যাং খোঁড়া আসবাব
ছোঁয়ায় ছোঁয়ায় লেখা অপটু আঁকাঝোকা
তর্জনীর ভয় ছেড়ে পরম মমতায় লেগে আছে।
যদি ধুলো হতে কিংবা ধুলোই তো
চাকার তলায় পায়ের তলায় যত্রতত্র
বুরুশের ঘষায় অধমের মুখে ছাই
যা ! যা ! সর সর!
তর্জনীর পেষণে ঝরে পড়ে এক লহমায়।
যদি ধুলো হতে
কনিষ্ঠ আঙ্গুলের মাথায় এক ফোটা টিপ
আয়নায় বনলতাদের ফিরে ফিরে দেখা
তরুণ যুবা আর বর্ষীয়ানের শ্লীল অশ্লীল
'অসভ্য' শব্দের আনন্দটুকু অনায়াসে ভোগ করা যেত।
ইঁদুর আছে, মাকড়সা আছে, বিছিয়েছে জাল
তেলাপোকার অকপটে ঘুরে বেড়ায় রাজপথে
জঞ্জালের পাশ ঘেঁষে ঢোকে এক চিলতে আলো,
অন্ধকার কুঠুরীর সে পথে দেখা যায়
নতুন ধুলোরা আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।