Sad Cafe
ধুলো থিতিয়ে এলে
ধুলো থিতিয়ে এলে আমাদের চারপাশে জেগে ওঠে
বসন্ত, চিলতে সবুজের রেখা। আমাদের পাতাঝরার দিন,
যৌনশৈত্য, দিনমান ক্রমিক কুয়াশা - এইসবকিছু
খুব আচ্ছন্ন ঢলে পড়ে এক সম্ভাব্য সূর্যের মোহে।
আমাদের মনে পড়ে, পৃথিবীটা এক বিষণ্ন কমলালেবুর মতো,
খানিক গোল, দু'দিকে অল্প চ্যাপ্টানো এর বিষণ্নতা।
মেরুবর্তী পাখিদের ডাকে শীত গড়িয়ে চলে গেলে
উত্তরগ্রামদিকে, সুগোলক বেয়ে ধীরে আমার নিকটে
বসন্ত আসে। আসে প্রমিত এপ্রিল! এই ব্যাকুল গোলার্ধে
ঘাসের শরীরে জেগে থাকে অনিঃশ্বেষ রৌদ্রমুখরতা।
_______
আন্দালীব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।