আমাদের কথা খুঁজে নিন

   

ধুলো পড়া ঘরে।

লেখিতে এবং পড়িতে ভালবাসি। ধুলো পড়া ঘরে পুরনো প্রিয় চাঁদরে, ঘুনে ধরা আদরে মিশে থাকো অবসরে। ব্যস্ত স্মৃতির পথে জীবনের অচল স্রোতে, আধারে ভরা প্রহরে ভাবি নীরবে তোমারে। চুড়ি থাকে পড়ে শাড়ি থরে থরে, চিরুনী প্রসাধনী মরে ভুলের শহরে অনাদরে। রুমের দেয়ালে ফ্লোরে মৃত কথার ভীরে। আধারে ভরা প্রহরে ভাবি নীরবে তোমারে। নূপুর থাকে পড়ে ফুল শুকিয়ে ঝরে, ঘড়ির কাটা নড়ে সময়ের স্রোত ধরে। দেয়ালে ইট পাথরে স্বপ্নের বদ্ধ ঘরে, আধারে ভরা প্রহরে ভাবি নীরবে তোমারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।